রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের নিরবতায় কুমিল্লা নগরীতে গত ৩৫ বছরে শতাধিক পুকুর দিঘী ও জলাধার ভরাটের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কুমিল্লার পরিবেশ অধিদপ্তরের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। সিন্ডিকেট করে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় দিঘি, পুকুর, জলাধার ভরাটের ঘটনা এখনও ঘটছে।
সম্প্রতি কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনায় শতবর্ষের পুরানো গোবিন্দ পুকুরের দক্ষিণ পাড় প্রতি রাতেই ভরাট করে ফেলছে সেখানকার কিছু বাসিন্দা। এবিষয়ে তেলিকোনা সমাজ কমিটির পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানানো হয়েছে।
কেবল তাই নয়, পুকুর ভরাট করতে গিয়ে দক্ষিনপাড়ে তেলিকোনা আল আমিন জামে মসজিদের ওয়াকফকৃত চার শতক জায়গা দখল করে রেখেছেন ইমরান হোসেন নামের এক ব্যক্তি। আওয়ামী লীগের লোকজনের প্রভাব খাটিয়ে মসজিদের ওই জায়গা দখল করেছেন বলে অভিযোগ এনেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর তেলিকোনা এলাকায় আল আমিন জামে মসজিদ পুন:নির্মাণস্থলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও তেলিকোনা সমাজ কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম বলেন, মসজিদ সংলগ্ন শতবর্ষী গোবিন্দপুকুর পাড়ের দক্ষিণাংশে চার শতক জায়গা আল আমিন মসজিদের নামে ওয়াকফনামা ৩১৩৩ নং দলিলমূলে ১৯৯৬ সালে দান করেন স্থানীয় ব্যবসায়ি নুরুল হুদা। পরবর্তীতে মসজিদের জায়গাটি খালি পেয়ে ধীরে ধীরে দখল করতে থাকেন নগরীর কাশারিপট্টি এলাকার মৃত নিজাম মিয়ার ছেলে ইমরান হোসেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেবল মসজিদের জায়গাই নয়, গোবিন্দ পুকুরের দক্ষিণপাড়ের পানির অংশ ভরাট করে ইমরানসহ পাশ্ববর্তী অন্যরাও প্রতিরাতেই বালির বস্তা ফেলে দখল করছেন।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর, ভূমি অফিস ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন তেলিকোনা সমা কমিটির সর্দার মাজেদুল হক। সংবাদ সম্মেলনে মসজিদের দখল করা জায়গা উদ্ধার ও পুকুর ভরাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সহসভাপতি মুহিবুল হক মজমদার, মাজেদুল হক, কোষাধ্যক্ষ জামরুল হদা ও সদস্য মাসুক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।