ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঞ্চল্যকর জালিয়াতি: ‘নামের কারণে’ ১৪ বছর চাকরি করছেন ফেল করা ব্যক্তি অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আলিফ মুসলিম বীর টিপু সুলতানকে কেন হিন্দুবিদ্বেষী প্রমাণ করতে চায় বিজেপি? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা: খালেদা জিয়াসহ সবাই খালাস জরুরি অবস্থা জারি ও ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের অনিয়ম: বিদ্যুৎ বিল, লিজমানি ও বাণিজ্য মেলার দুর্নীতি নিয়ে বিতর্ক কুমিল্লায় বিজিবি’র অভিযানে ২৪ লাখ টাকার মাদকদ্রব্য আটক দূর্গাপুরে ১৬৪০ হেক্টর জমিতে আলুর চাষে অনিশ্চিয়তা শিশু সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামের নগরী ঝাউতলা বাজার ও কর্ণফুলী বাজার সবজি আসছে না। ফলে দাম বেড়েছে দ্বিগুণের মতো।

চট্টগ্রামের বাজারে এক সপ্তাহ ধরে ডিম, মুরগিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহে দফায় দফায় বেড়ে খুচরায় ১৫০ টাকার আশপাশে ঠেকেছে অধিকাংশ সবজির দাম। বর্তমানে পাইকারি বাজারে ৮০ শতাংশ সবজির দামই ৬৫ টাকার আশপাশে। ব্যবসায়ীরা বলছেন, দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে বাজারে সবজি চট্টগ্রামের বৃহত্তর সবজির আড়ত নগরের রিয়াজউদ্দিন বাজার। এই বাজারের অধিকাংশ সবজি আসে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে। এর বাইরে কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ জামালপুর, মেহেরপুর ও খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি জেলা থেকে সবজি আসে বাজারে। স্থানীয় বাজারের চাহিদা মেটাতে চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকে সবজির সরবরাহ করা হয়। কথা বলে জানা গেছে, বাজারে চাহিদার অনুপাতে সবজি নেই। অল্প যেসব সবজি আসছে, সেগুলোর মানও তুলনামূলক ভালো নয়। বন্যার পর অনেক সবজি নষ্ট হয়েছে। এর পর থেকেই মূলত বাজারে সবজির দাম চড়া। দৈনিক ৩০ থেকে ৪৫ গাড়ি সবজি বাজারে আসত। যা আড়াই লাখ থেকে চার লাখ কেজি সবজি। সেখানে বর্তমানে চার-পাঁচটি বাজারে সবজি নিয়ে আসছে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বেগুন, পটোল, মিষ্টিকুমড়া, লাউ, করলা, ঝিঙে, কাঁচা পেঁপে, কাঁকরোল, ঢ্যাঁড়সসহ অধিকাংশ সবজির দাম পাইকারি পর্যায়ে প্রতি কেজি ৪৫ থেকে ৫৫ টাকার আশপাশে। নগরের পাঁচ খুচরা বাজারে এসব সবজির দাম ৭০ থেকে ১০০ টাকা। অন্যদিকে টমেটো, গাজর ও বরবটির দাম ১০০ থেকে ১২০ টাকা।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন বন্যার পর বাজারে সবজির সরবরাহ কম। পাইকারি পর্যায়েই দাম ৫০ টাকার বেশি। সরবরাহ না হলে দাম কমার সম্ভাবনা নেই সবজির পাশাপাশি নগরের খুচরা বাজারে ডিমের দামও বেড়েছে একই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আজ বৃহস্পতিবার বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে। লেয়ার মুরগির প্রতিটি ডিম (লাল) বিক্রি হয়েছে প্রায় ১৭ টাকায়। নগরের পাহাড়তলী, চকবাজার বাজারে প্রতি হালি ডিম ৬০ টাকায় বিক্রি হয়েছে। নির্দিষ্ট আয়ের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম উৎস ডিম ও ব্রয়লার মুরগি। কিন্তু উচ্চ মূল্যের কারণে ডিম-মুরগি কিনতেও মানুষ হিমশিম খাচ্ছেন। দাম নিয়ন্ত্রণে সরকার ডিম আমদানির অনুমতি দিয়েছে। তবে চট্টগ্রামের বাজারে এখনো দাম কমেনি। তবে তদারকি সংস্থাগুলো বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এসব পদক্ষেপে ডিমের দাম কিছুটা কমলেও তা হবে সাময়িক। ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে ডিমের উৎপাদন খরচ কমাতে হবে। পাশাপাশি অসাধু জোট ভাঙতে কঠোর হতে হবে। এদিকে মাছের বাজারে আকারভেদে রুই-কাতলা প্রতি কেজি ৩০০ থেকে ৩৪০, পাঙাশ ১৮০ থেকে ২০০, রুপচাঁদা ৮০০ থেকে ১ হাজার ও ইলিশ ৬৮০ থেকে ১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্যকর জালিয়াতি: ‘নামের কারণে’ ১৪ বছর চাকরি করছেন ফেল করা ব্যক্তি

চট্টগ্রামের নগরী ঝাউতলা বাজার ও কর্ণফুলী বাজার সবজি আসছে না। ফলে দাম বেড়েছে দ্বিগুণের মতো।

আপডেট সময় ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের বাজারে এক সপ্তাহ ধরে ডিম, মুরগিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহে দফায় দফায় বেড়ে খুচরায় ১৫০ টাকার আশপাশে ঠেকেছে অধিকাংশ সবজির দাম। বর্তমানে পাইকারি বাজারে ৮০ শতাংশ সবজির দামই ৬৫ টাকার আশপাশে। ব্যবসায়ীরা বলছেন, দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে বাজারে সবজি চট্টগ্রামের বৃহত্তর সবজির আড়ত নগরের রিয়াজউদ্দিন বাজার। এই বাজারের অধিকাংশ সবজি আসে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে। এর বাইরে কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ জামালপুর, মেহেরপুর ও খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি জেলা থেকে সবজি আসে বাজারে। স্থানীয় বাজারের চাহিদা মেটাতে চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকে সবজির সরবরাহ করা হয়। কথা বলে জানা গেছে, বাজারে চাহিদার অনুপাতে সবজি নেই। অল্প যেসব সবজি আসছে, সেগুলোর মানও তুলনামূলক ভালো নয়। বন্যার পর অনেক সবজি নষ্ট হয়েছে। এর পর থেকেই মূলত বাজারে সবজির দাম চড়া। দৈনিক ৩০ থেকে ৪৫ গাড়ি সবজি বাজারে আসত। যা আড়াই লাখ থেকে চার লাখ কেজি সবজি। সেখানে বর্তমানে চার-পাঁচটি বাজারে সবজি নিয়ে আসছে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বেগুন, পটোল, মিষ্টিকুমড়া, লাউ, করলা, ঝিঙে, কাঁচা পেঁপে, কাঁকরোল, ঢ্যাঁড়সসহ অধিকাংশ সবজির দাম পাইকারি পর্যায়ে প্রতি কেজি ৪৫ থেকে ৫৫ টাকার আশপাশে। নগরের পাঁচ খুচরা বাজারে এসব সবজির দাম ৭০ থেকে ১০০ টাকা। অন্যদিকে টমেটো, গাজর ও বরবটির দাম ১০০ থেকে ১২০ টাকা।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন বন্যার পর বাজারে সবজির সরবরাহ কম। পাইকারি পর্যায়েই দাম ৫০ টাকার বেশি। সরবরাহ না হলে দাম কমার সম্ভাবনা নেই সবজির পাশাপাশি নগরের খুচরা বাজারে ডিমের দামও বেড়েছে একই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আজ বৃহস্পতিবার বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে। লেয়ার মুরগির প্রতিটি ডিম (লাল) বিক্রি হয়েছে প্রায় ১৭ টাকায়। নগরের পাহাড়তলী, চকবাজার বাজারে প্রতি হালি ডিম ৬০ টাকায় বিক্রি হয়েছে। নির্দিষ্ট আয়ের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম উৎস ডিম ও ব্রয়লার মুরগি। কিন্তু উচ্চ মূল্যের কারণে ডিম-মুরগি কিনতেও মানুষ হিমশিম খাচ্ছেন। দাম নিয়ন্ত্রণে সরকার ডিম আমদানির অনুমতি দিয়েছে। তবে চট্টগ্রামের বাজারে এখনো দাম কমেনি। তবে তদারকি সংস্থাগুলো বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এসব পদক্ষেপে ডিমের দাম কিছুটা কমলেও তা হবে সাময়িক। ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে ডিমের উৎপাদন খরচ কমাতে হবে। পাশাপাশি অসাধু জোট ভাঙতে কঠোর হতে হবে। এদিকে মাছের বাজারে আকারভেদে রুই-কাতলা প্রতি কেজি ৩০০ থেকে ৩৪০, পাঙাশ ১৮০ থেকে ২০০, রুপচাঁদা ৮০০ থেকে ১ হাজার ও ইলিশ ৬৮০ থেকে ১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে।