ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা কুমিল্লায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি বেজমেন্ট ব্যবসায়ীদের ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের বিদায় সংবর্ধনা যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অপসারণ দাবি জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মমিন মুজিবুল হকের বিরুদ্ধে লেক ভিউ আবাসিক হোটেলের নামে চলছে নারী জুয়া ও মাদক ব্যবসা

নাফিসা কামালের সঙ্গে সাকিবের ঘোরাঘুরি নিয়ে গুঞ্জন, যা বললেন শিশির

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সমর্থন না দেওয়া ও রাজনৈতিক কারণে গত কিছুদিন ধরেই তুমুল বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেই বিতর্ক বুধবার আরও বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটি ভিডিও ও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়লে। যেখানে সাকিবকে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে ঘুরে বেড়াতে।

এমন ভিডিও ছড়ানোর পর গুঞ্জন উঠেছে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের বর্তমান সম্পর্ক নিয়ে। তবে গুঞ্জনের ডালপালা মেলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন শিশির। কঠিন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন তিনি। উড়িয়ে দিয়েছেন সকল গুঞ্জন।

দীর্ঘ স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল; আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’

নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি; আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও নিয়ে শিশিরের বক্তব্য, ‘যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই- এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আমি চুপ থাকতে চাই, কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময়; আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইনশাআল্লাহ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে থাকা বেশ কিছু ছবি মুছে ফেলা নিয়ে শিশিরের জবাব, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা

নাফিসা কামালের সঙ্গে সাকিবের ঘোরাঘুরি নিয়ে গুঞ্জন, যা বললেন শিশির

আপডেট সময় ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সমর্থন না দেওয়া ও রাজনৈতিক কারণে গত কিছুদিন ধরেই তুমুল বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেই বিতর্ক বুধবার আরও বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটি ভিডিও ও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়লে। যেখানে সাকিবকে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে ঘুরে বেড়াতে।

এমন ভিডিও ছড়ানোর পর গুঞ্জন উঠেছে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের বর্তমান সম্পর্ক নিয়ে। তবে গুঞ্জনের ডালপালা মেলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন শিশির। কঠিন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন তিনি। উড়িয়ে দিয়েছেন সকল গুঞ্জন।

দীর্ঘ স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল; আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’

নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি; আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও নিয়ে শিশিরের বক্তব্য, ‘যারাই এমন করছেন, তাদের প্রতি আমি বলতে চাই- এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আমি চুপ থাকতে চাই, কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময়; আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইনশাআল্লাহ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে থাকা বেশ কিছু ছবি মুছে ফেলা নিয়ে শিশিরের জবাব, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’