আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের পর কোচের পদে আর থাকছেন না রাহুল দ্রাবিড়।
মঙ্গলবার সাংবাদিকদের রোহিত শর্মা জানান, দ্রাবিড়কে কোচের দায়িত্বে থাকার জন্য অনেক অনুরোধ করেছি। কিন্তু থাকতে রাজি হননি।
আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল দ্রাবিড় আর কোচের দায়িত্বে থাকছেন না। এর আগে গত সোমবার রাহুল দ্রাবিড় স্পষ্ট করে দিয়েছেন। তিনি আর কোচের দায়িত্বে থাকছেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে নামার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে রোহিত শর্মা জানান, কোচের দায়িত্বে থাকার জন্য দ্রাবিড় অনেক অনুরোধ করেছি। কিন্তু তিনি থাকতে রাজি হননি। দ্রাবিড় বিদায় নিতে চলায় বেশ আবেগপ্রবণ হন ভারতের অধিনায়ক।
রোহিত বলেন, আমি দ্রাবিড়ের থেকে যাওয়ার জন্য খুব অনুরোধ করেছি, অনেক চেষ্টা করেছি কিন্তু রাজি না। তবে উনারও অনেক বিষয় রয়েছে, যেগুলোর খেয়াল রাখতে হবে। ব্যক্তিগতভাবে উনার সঙ্গে সময়টা উপভোগ করেছি। আমি নিশ্চিত অন্যরাও একই কথা বলবেন। দারুণ লেগেছে উনার সঙ্গে কাজ করে।
দ্রাবিড়কে কোনো বিদায় সংবর্ধনা দেওয়া হবে কিনা— এক সাংবাদিকের এমন প্রশ্নে রোহিত বলেন, এখন এ বিষয়ে কিছু বলতে চাই না।
তিনি বলেন, বড় হওয়ার সময় উনার খেলা দেখেছি। জেনেছি উনি ব্যক্তিগত কী কী অর্জন করেছেন। দলের প্রতি কতটা নিবেদিত ছিলেন, দলের প্রতি কতটা অবদান রেখেছেন, সেটাও অজানা ছিল না। আরও জেনেছি, কঠিন পরিস্থিতিতে দারুণ ব্যাটিং করে দলকে বিপদের হাত থেকে রক্ষা করাই ছিল উনার আসল বৈশিষ্ট্য।
এর আগে ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বেই অভিষেক হয়েছিল রোহিত শর্মার। সেই কথা ভারত অধিনায়কের মাথায় ছিল। তিনি বলেন, আয়ারল্যান্ডে অভিষেক হওয়ার সময় উনি ছিলেন আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অধিনায়ক। তার পর টেস্ট দলে আসার সময় উনাকে নিজের চোখে খেলতে দেখেছি। আমাদের সবার কাছে আদর্শ উনি।