জালভোট দেওয়ায় হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাচনে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জালভোট দেওয়ায় কামাইছড়া ভোটকেন্দ্র থেকে দুর্জয় কর্মকারকে এক বছরের সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়। তাৎক্ষণিক আটককৃত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ ‘চ’ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে আরও দুজনকে আটক করে থানায় পাঠানো হয়।
কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রিংকু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।