সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় ১৩ অবরোধকারীকে আটক করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে ঘোষণা দেন তারা।
রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ অবরোধ করেন এবং কেরোসিন ঢেলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই।
এর আগে দুপুর ১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন অবরোধকারীরা। এরপর গণভবন অভিমুখে একটি পদযাত্রা নিয়ে শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
রাজু ভাস্কর্যের সমাবেশ ডাকসু ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আমরা দক্ষ জনশক্তিতে যাদের রোল মডেল মনে করি সেই চীনসহ আমাদের সার্কভুক্ত দেশ পাকিস্তান ছাড়া সব দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ এর মধ্যে। শিক্ষামন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রীকে আমার অনুরোধ, আপনারা ছাত্রদের এ দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান। তাকে বোঝান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হোক।
পরিষদের সমন্বয়ক শরিফুল ইসলাম শুভ বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ নির্বাচনি ইশতেহারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে যুক্তিসঙ্গত ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছিল। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি।