হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ থেকে কম দামে সরকারি এানের চাল ক্রয় করার অভিযোগে মোশাহিদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জব্দ করা হয়েছে এানের ৯০০ কেজি চাল। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাকাইলছেও বাজারে এ অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিকুল ইসলাম। কাকাইলছেও পুলিশ ফাঁরির উপ- পরিদর্শক( এস আই) মোঃ রকিবুল হাসান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর ছিলেন। জরিমানাপ্রাপ্ত মোশাহিদ ওই বাজারের চাল ব্যবসায়ী।
জানা গেছে বুধবার কাকাইলছেও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্য সরকারি চাল বিতরণ করা হচ্ছিল। উপকার ভোগীদের কাছ থেকে সেই চাল অল্প মুল্যে কিনে ব্যবসা করছিলেন মোশাহিদ।খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় মোশাহিদের দোকান থেকে সরকারি এানের ৯০০ কেজি চাল জব্দ করা হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।তবে মোশাহিদ জরিমানার টাকা পরিশোধ করেছেন। আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।