‘অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ’ এর আয়োজনে গত ৫ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী এর সেমিনার হলে ‘সাম্প্রতিক কাহিনীচিত্র ও অভিনয় বাস্তবতা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। স্বাধীনতার পর বিটিভির নাটক, চলচ্চিত্রের উত্থান পতন, থিয়েটার ও সাংস্কৃতিক অঙ্গনের বাস্তবচিত্র, বর্তমান মিডিয়ার চিত্রন সংকট ও বাস্তবতা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে টিভি চ্যানেলের কর্মকর্তা, এজেন্সির কর্মকর্তা, বিভিন্ন মিডিয়া সংগঠনের কর্মকর্তা ও আয়োজক সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন লাভলু ডিরেক্টর গিল্ড এর সভাপতি, অভিনয় শিল্পী সংঘের সাবেক সভাপতি অভিনেতা মানুনূর রশীদ, টেলিপ্যাব এর সভাপতি প্রযোজক মনোয়ার পাঠান, অভিনয় শিল্পী সংঘের উপদেষ্টা জাহিদ হাসান, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।
বিজ্ঞাপন এজেন্সির কর্মকর্তা গাউসুল আজম শাওন, বাংলালিংকের হেড অব কনটেন্ট কর্মাশিয়াল তানভির হাসান প্রবাল, মাছরাঙ্গার হেড অব প্রোগ্রাম- আরিফুর রহমান, বিটিভির সাবেক ডিজি হারুন অর রশীদ, সাংবাদিক ইশাতিয়াক রেজা, সম্মিলিত সংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, ৭১ টিভির হেড অব এডিটরিয়াল-নূর সাফা জুলহাস, গ্রীন টিভি চ্যানেল এর কর্মকর্তা হায়দার, বঙ্গ টিভির হেড অব কনটেন্ট মোঃ মাসুদুজ্জামান, নাট্যকার ও নির্মাতা এজাজ মুন্না, অভিনেতা চঞ্চল চৌধুরী, নাট্যকার বৃন্দাবন দাস, মুকিত জাকারিয়া, আকতারুজ্জামান, অভিনেতা নরেশ ভূইয়া, অভিনেতা শাহেদ শরীফ খান, অভিনেত্রী তারিন জাহান, জয়া আহসান, তনিমা হামিদ, সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজনিন চুমকি, সহ সভাপতি ইকবাল বাবু, প্রচার প্রকাশনা সম্পাদক প্রাণ রায়, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর, জিয়াউল হাসান অপূর্ব, অর্থ সম্পাদক নুরে আলম নয়ন, মোঃ আমিন, শিল্পী সংঘের সদস্য দোলন দে, কাজল, লিজা শাহেলা ইসলাম তমা, দিপান্তিতা সাইফুল, অহনা পারভিন আখি, সুচনা, আলামিন সেলিম, রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন-সবার মিলিত প্রচেষ্টায় কর্ম পরিকল্পনা করার আহবান জানান। ছবি: মোস্তাফিজ মিন্টু।