ঢাকা: রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ খালি করে ফেলা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অংশ দখলে নেয়।
বাংলানিউজের প্রতিবেদকরা জানিয়েছেন, দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশ প্রথমে পিছু হটে। বিকেলের দিকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে।
এর কিছুক্ষণ পর নয়া পল্টন দখলে নিয়ে নেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।