প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। প্রীতি ম্যাচ, তাতে কী? এ দুই দল মুখোমুখি হওয়া মানেই তো একটা ‘যুদ্ধা’।
শনিবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের এটি এন্ড টি স্টেডিয়ামের ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদকে ৩-০ হারিয়ে জয় লাভ করেছে বার্সেলোনা।
ম্যাচ শুরু ১৫ মিনিটের মাথায় প্রথম লিড নেয় বার্সা। ফরাসি তারকা উসমান দেম্বেলে ডান প্রান্ত থেকে দারুণ এক শটের মাধ্যমে গোলটি হয়েছে। যদিও পাঁচ মিনিট পরই অবশ্য গোল পরিশোধের দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল। তবে পেনাল্টি শটে গোল করতে পারেননি দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, বল লাগে ক্রসবারে।
ভাগ্য ভালো ছিল না রিয়ালের। চুয়ামেনি ও ভিনির নেওয়া আরও একটি করে শট ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পরও আধিপত্য ধরে রাখে বার্সা। ম্যাচের ৮৫তম মিনিটে বার্সার ২০ বছর বয়সী মিডফিল্ডার ফেরমিন লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
বার্সার তিন নম্বর গোলটি ম্যাচের যোগ করা সময়ে আসে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে রীতিমতো বোকা বানিয়ে গোলটি করেন ফেরান তোরেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই ফেরেন জাভি হার্নান্দেজের শিষ্যরা। উল্লেখ্য যে, আগের ম্যাচে আর্সেনালের কাছে ৫-৩ গোলে হেরেছিল বার্সা।