লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিফাকে তিনি যোগ দিয়েছেন জর্ডান হেন্ডারসন। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বুধবার (২৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন লিভারপুল ছাড়ার খবর।
ইনস্টাগ্রাম পোস্টে হেন্ডারসন লিখেছেন, “গত ১২ বছরের সময়গুলো ভাষায় প্রকাশ করা কঠিন। তার থেকেও কঠিন বিদায় বলা। আমি সবসময়ই রেড থাকবো। আমৃত্যু এই ক্লাবের হয়েই থাকবো। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। তোমরা কখনো একা হাঁটবে না, এই প্রতিশ্রুতি থাকলো।”
এই পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন হেন্ডারসন। সেখানে তিনি বলেছেন, “শেষবারের মত আমি লিভারপুলের ড্রেসিংরুমে আছি। এটা খুবই আবেগের। গত ১২ বছর আমি ও আমার পরিবারের কাছে কি অর্থ বহন করে তা যেকোনো ভাবে আমি বর্ণনা করতে চাই। লিভারপুল ফুটবল ক্লাবের অধিনায়ক মনোনীত হওয়াটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানের। যেদিন থেকে আর্মব্যান্ডটা হাতে পেয়েছি সেদিন থেকেই লিভারপুলের অধিনায়ক হিসেবে কি করা উচিত তার সবই করার চেষ্টা করেছি। আমাকে তোমাদের ক্লাবের অংশ করার জন্য ধন্যবাদ। ভাল ও খারাপ উভয় সময়ই সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।”