মাদারীপুর জেলার শিবচরে এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে মঙ্গলবার (১৩ জুন) রাতে শিবচর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত আয়নাল খাঁ(৬৫) নামের স্থানীয় ওই ব্যক্তির বিরুদ্ধে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারের দাবী, অভিযুক্তরা মামলা না করতে ভয়-ভীতি দেখানোর কারনে মামলা দায়ের করতে বিলম্ব হয় তাদের। অভিযুক্ত আয়নাল খাঁ ওই এলাকার মৃত গোলাপ খাঁর ছেলে।
স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরের সন্যাসীরচর ইউনিয়নের আদু খারকান্দি গ্রামে স্ত্রীকে নিয়ে স্থানীয় আছমত খলিফা নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকে বাস চালক স্বামী। গত ২৬ মে বিকেলে বাসের রিজার্ভ ট্রিপ নিয়ে সিলেটের উদ্দেশ্যে যান ওই গৃহবধুর স্বামী। ২৯ মে সকালে ওই গৃহবধুর ছোট ভাই পাশের মক্তবে গেলে আয়নাল খাঁ নামের স্থানীয় ওই ব্যক্তি ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে। এসময় গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় আয়নাল খাঁ।
ভুক্তভোগী গৃহবধু জানান,‘আমার স্বামী বাসচালক। সেদিন সকালে সে বাড়িতে ছিল না। আমার ছয় বছরের ছোট ভাই ভোরে পাশের মক্তবে গেলে আয়নাল খাঁ ঘরে ঢুকে আমাকে ঝাপটে ধরে। আমি চিৎকার করলে সে পালিয়ে যায়। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে।’
ভুক্তভোগীর বাবা বলেন,‘আমি খবর পেয়ে মেয়ের ভাড়া বাড়িতে আসি। এবং সবকিছু শুনে আয়নাল খাঁর বাড়িতে যাই। আয়নাল খাঁর বড় ছেলে বিষয়টি কাউকে না জানাতে বলেন। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করেেত চাইলে আয়নাল খাঁর ছেলেরা আমাদের উপর হামলাও করে। পরে গতকাল আমরা থানায় মামলা করেছি।’
এদিকে এ ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। থানায় যাওয়ার কারণেই অভিযুক্তরা তাদের উপর হামলাও চালায় বলে তারা জানান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,‘আগে কেউ মামলার জন্য আসেনি। মঙ্গলবার(১৩ জুন) রাতে ভুক্তভোগীর বাবা এসে মামলা করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাকে গ্রেফতারে সক্ষম হবো।’