জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে শান্তিকামী মানুষ জেগে উঠেছে। যারা শান্তি চায়, যারা কল্যাণ চায় তাদেরকে নিয়ে জাকের পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাকের পার্টি গোলাপ ফুল মার্কায় মনোনীত মেয়র পদ প্রার্থী মিজানুর রহমান বাচ্চুর নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসচিব বলেন, গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, গোলাপ ফুল ঐক্যের প্রতীক। সকল প্রতিবন্ধকতা হাসিমুখে জয় করে সাধারণ মানুষের ভরসার জায়গাকে আরো সুসংহত করবে জাকের পার্টি।
আরও পড়ুন: আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাকের পার্টির প্রস্তাবনা
যোগ্য এবং সৎ প্রার্থী হিসেবে মিজানুর রহমান বাচ্চুর প্রতি বরিশালের নাগরিক পূর্ণ সমর্থন জানাবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, অতীতের ভুল থেকে মানুষ সচেতন হবেন, নতুন এবং গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রবীণ এবং বরিশালের জনপ্রিয় বাচ্চুকে সমর্থন জানাবে নাগরিকরা।
পথসভায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান যুবরাজ বলেন, জাকের পার্টি নিপিড়ীত মানুষের প্রতীক। তীব্র গরমেও বরিশালের সাধারণ মানুষ যেভাবে করতালি দিয়ে বরণ করেছেন তাতে আসন্ন নির্বাচনে জাকের পার্টির গোলাপফুল মার্কার প্রতিও এ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে।
এর আগে দুপুরে নগরীর হোটেল নাসিফের কনফারেন্স রুমে আয়োজিত জাকের পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জাকের পার্টি ঢাকা মহানগর উত্তর ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, জাকের পার্টির ৩৪ বছরের ইতিহাস সংগ্রাম দিয়ে লেখা। এই অগ্রযাত্রা সবে শুরু। অচিরেই জাকের পার্টি সারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সাধারণ মানুষের ভরসার প্রতীক জাকের পার্টি জনগনের কল্যাণে সদা জাগ্রত আছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।
এসময় জাকের পার্টির সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।