প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার মোট ভবনগুলোর বেজমেন্টের অন্তত এক-তৃতীয়াংশ দোকান, মার্কেটসহ নানা ধরনের বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি রাজউকের সরেজমিন পরিদর্শনে এমন তথ্য পাওয়া গেছে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
অনুমোদন পার্কিংয়ের, দোকান রাসায়নিকের
২২০৪টি ভবনের বেজমেন্ট পরিদর্শন করে ৭৫০টিতে বাণিজ্যিক ব্যবহার পাওয়া গেছে। ১৯৪৪টি ভবনের নকশা দেখাতে পারেননি ভবনমালিকেরা।
জীবনের যাত্রাপথের ৯০তম মাইলফলক পার হলেন সন্জীদা খাতুন। কোনো একক অভিধায় তাঁর পরিচয় প্রকাশ দুরূহ। জীবনের এই কালপ্রবাহ তিনি অতিক্রম করেছেন বহু বিচিত্র কর্ম ও সাধনায়।
প্রথম আলো
কর্মে-সাধনায় বর্ণময় জীবন
সন্জীদা খাতুনের কথা উঠলে প্রথমেই তাঁকে দেশের সংস্কৃতি, মনন ও বুদ্ধিবৃত্তিক চর্চার সম্মুখ স্থানে সক্রিয় এক অনন্য ব্যক্তি হিসেবেই মনে পড়ে। পেশাগত জীবনে তিনি শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করে অবসর গ্রহণ করেছেন। গবেষণা করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিলেও শিক্ষকতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি।
কর ফাঁকি ও কর এড়ানোর ফলে এক বছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৫৫ হাজার ৮০০ কোটি থেকে ২ লাখ ৯২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হয় বলে এক গবেষণায় পাওয়া গেছে।
প্রথম আলো
এনবিআরের কর ক্ষতি বছরে প্রায় তিন লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে
১২টি প্রতিষ্ঠান, ১০ জন সনদপ্রাপ্ত হিসাববিদ, এনবিআরের ২ জন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার মতামত এবং কর এড়ানো ও কর ফাঁকির পরিমাণ নির্ধারণের জন্য আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত পদ্ধতিগুলো অনুসরণ করে সিপিডি গবেষণার হিসাবটি তৈরি করেছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হচ্ছে না। ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির কাছে থাকা ইভিএম দিয়ে কিছু আসনে নির্বাচনের পরিকল্পনা থাকলেও সরকার এগুলো মেরামতের অর্থ ছাড় না দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বণিক বার্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালট পেপারে
পাঁচ সিটি করপোরেশন—গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল নির্বাচনের তফসিলে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির ১৭তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন পাঁচ সিটি করপোরেশন, একটি উপজেলা ও পাঁচটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। সাশ্রয়ের আশায় তারা চাল ও আটা কেনেন খাদ্য অধিদপ্তরের ওপেন মার্কেট সেল (ওএমএস) বা খোলাবাজার থেকে। মধ্যবিত্তরাও এখন মুখ ঢেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে দীর্ঘ লাইনে। চাহিদার চেয়ে জোগান কম থাকায় অনেকেই চাল-আটা না পেয়ে ফেরেন খালি হাতে।
বণিক বার্তা
ওএমএসের আওতা বাড়িয়েও চাহিদা পূরণে হিমশিম
ওএমএস কার্যক্রম প্রতি বছর একটি নির্ধারিত সময় বন্ধ থাকলেও এবার চলছে লাগাতার। বাড়ানো হয়েছে আওতা। পূর্বনির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেলে নতুন করে আবার চাল ও আটার বরাদ্দ পুনর্নির্ধারণ করা হয়।
শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার থেকে সরে এলো নির্বাচন কমিশন (ইসি)। গত বছর ১৪ সেপ্টেম্বর এই নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কর্মপরিকল্পনা ঘোষণা করে ইসি।
কালের কণ্ঠ
৩০০ আসনেই ব্যালটে ভোট
কর্মপরিকল্পনায় বলা হয়, ‘ব্যালটে ভোট হলে কেন্দ্র দখল করে ভোটের আগে-পরে ইচ্ছামতো বাক্সে ব্যালট ভর্তি করা সম্ভব। ইভিএমে এ ধরনের অন্যায় করার কোনো সুযোগ নেই।’ তার আগে ও পরে ইভিএমের পক্ষে প্রচার অব্যাহত রাখে ইসি।
দুই অঙ্ক ছুঁইছুঁই করছে দেশের মূল্যস্ফীতি। এতে ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় দুর্বিষহ দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। ফেব্রুয়ারিতে এক ধাপ বৃদ্ধির পর রোজার আগে আরও এক ধাপ বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি।
যুগান্তর
মূল্যস্ফীতি দুই অঙ্কে ছুঁইছুঁই
মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।
২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয়।
কালের কণ্ঠ
সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আগামী বছর থেকে
একক ভর্তি পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটির সঙ্গে পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এইচএসসি পরীক্ষার পরে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সূচি প্রকাশ করা হবে এবং উচ্চশিক্ষার সব ক্ষেত্রে একই সময়ে ক্লাস শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বছর পাঁচেক আগে ঢাকা থেকে মাত্র পাঁচ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) তিনজনকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
কালবেলা
৬০ কুতুবের হাত ঘুরে ছড়াচ্ছে আইস
বিশ্বজুড়ে ভয়ংকর এই মাদক নিয়ে তখন তোলপাড় শুরু হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি এই বিষয়ে তথ্যও চায়। মরণঘাতী এ মাদক নিয়ে ওই সময় উদ্বেগ ছড়ালেও বন্ধ হয়নি এর ছড়াছড়ি। এখন রাজধানী থেকে গ্রামেও ছড়িয়েছে তা, উদ্ধার হচ্ছে কেজিতে কেজিতে।
এছাড়া বয়স্ক ভাতা ১০০ টাকা, বিধবা ভাতা ৫০ টাকা বাড়ছে; বিদ্যুৎ কেনায় বিপিডিবির ব্যয় বাড়ছে ২৪ হাজার কোটি টাকা; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।