ওয়েলিংটন টেস্টে নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত এক রানের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। দল হারলেও ম্যাচ উপভোগ্য ছিল বলে জানিয়েছেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়কের মতে, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দ্যর্য।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘এটা অসাধারণ এবং এটাই টেস্ট ক্রিকেট। এখানে আমরা যেমন আবেগী ছিলাম, আমি নিশ্চিত কিউইরাও তেমনটাই বোধ করেছে। এই ম্যাচের অংশ হতে পেরে ভালো লাগছে। প্রত্যেকেরই টাকা উসুল হয়েছে।’
ইংল্যান্ডের জয়ের জন্য শেষ উইকেটে প্রয়োজন ছিল ৭ রান, অন্যদিকে এক উইকেট তুলতে পারলে জয় নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। জেমস অ্যান্ডারসন চার মেরে সেই সমীকরণ আরও সহজ করেন। ইংলিশদের জয়ের জন্য যখন ২ রান দরকার, তখন নেইল ওয়েগনারের লেগ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ধরা পড়েন অ্যান্ডারসন। আর তাতে এক রানের নাটকীয় জয় পায় কেন উইলিয়ামসনের দল।
প্রথম ইনিংসে ফলোঅনে পড়েও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে কিউইরা। টেস্ট ইতিহাসে চতুর্থবারের মতো ঘটলো এমন ঘটনা। আর দ্বিতীয় বারেরমতো কোনো দল টেস্ট ম্যাচে এক রানের ব্যবধানে জয় পেল। এর ঠিক ৩০ বছর আগে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হয়েছিল সাদা পোশাকের ক্রিকেট।