চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ব্যাট দ্যুতি ছড়িয়েছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। আসরে এখন পর্যন্ত ৪ ইনিংস ব্যাট করে করেছেন ১৯৫ রান। ব্যাট করেছেন ১৭০ স্ট্রাইক রেটে। যদিও আঙুলের ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে একাদশে ছিলেন না এই ব্যাটার।
তবে গতকাল শনিবার থেকে আবারো অনুশীলনে ফিরেছেন হৃদয়। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সিলেটের এই ক্রিকেটার। সেখানে তিনি হৃদয় জানিয়েছেন, সময় নিতে জাতীয় দলে নাম লেখাতে চান। কোন তাড়া নেই তার।
হৃদয় বলেন, ‘আমি বলতে পারতেছি না। তবে আমি চেষ্টা করবো আমার সেরাটা দিয়ে, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করার। বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমার কাছে কখনোই মনে হয়নি আমি দুর্ভাগা। কারণ আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমি মনে করি যত সময় নিয়ে জাতীয় দলে ঢোকা যায় ততই ভালো। জাতীয় দল এমন একটা জায়গা যেখানে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।’
আঙুলের সবশেষ অবস্থা নিয়ে হৃদয় বলেন, ‘এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করতেছি। আমার সেলাই কাটা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। আমার টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানাবে কবে থেকে ফিরবো।’