ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মোমিনুল ইসলামের পিতা মোহাম্মদ হোসেন আর নেই ! নাটোরে বড়াইগ্রাম আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন ‌‘খেলা হবে’ মানসিকতার পরিবর্তন হয় নাই: ববি হাজ্জাজ কুমিল্লায় সীমান্তে ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা ছাত্রদের ওপর কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা নিখোঁজের সাড়ে ৩ মাস পর কৃষিজমি থেকে কঙ্কাল উদ্ধার মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত আত্রাইকে পরিচ্ছন্ন উপজেলা হিসাবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ী ইউএনও কামাল হোসেন দাউদকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ব্যাটিংয়ে সেরা সময়ে সাকিব : ফাহিম

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন সাকিব আল হাসান। এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন বরিশালের এই অধিনায়ক। শুক্রবারও সাকিবের দল ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়েছে।

এদিন দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম। জানালেন, তার মতে ব্যাটিংয়ে এটাই সাকিবের সেরা সময়, ‘টেকনিক্যাল বিষয় ও নিজে কিছুটা উদ্ভাবন করে। কিছুটা আমার সঙ্গে আলাপ করে হয়। কিছুটা আমরা অনুশীলন করি সেটার সঙ্গে (আসে)। সে খুব স্মার্ট। ও নিজেই খুঁজতে থাকে কোথায় গেলে আরেকটু ভালো হওয়া যায়। আমার কেন জানি মনে হচ্ছে, আমি ওর ব্যাটিং যতদিন দেখেছি ও বোধহয় ব্যাটিংয়ের পিকে আছে। ওই বিশ্বকাপটার (২০১৯) কথা স্মরণ রেখেই আমি বলছি। ও এত সহজে ব্যাট করছে এটা ভাবাই যায় না।’

ফাহিম আরো বলেন, ‘ওর অ্যাওয়ারনেসটা দুর্দান্ত। খুব লক্ষ্য করে সব কিছু। ও বোধহয় এই সেই করে বেড়াচ্ছে। ওর বোলিং চেঞ্জ, ফিল্ডিং চেঞ্জ। কোন ব্যাটার কখন যাবে স্পট অন কিন্তু। এটা কিন্তু এমনি এমনি হয় না। সবার শক্তির জায়গা। বিপক্ষ দলে কারা খেলছে। বামহাতি, ডানহাতি সব তার মুখস্ত কিন্তু। এসব কারণে সে ব্যতিক্রমী ক্রিকেটার। শুধু স্কিলের ব্যাপার না। স্কিল তো অনেকেরই আছে।’

এ বছর ওয়ানডে বিশ্বকাপে এমন সাকিবকেই দরকার প্রত্যাশা করে ফাহিম বলেন, ‘আমি যেটা বললাম ও এখন পিকে আছে। ও উপভোগ করছে খেলাটা, ভীষণ উপভোগ করছে। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ও এভাবে খেলুক। সামনে আমাদের বড় বড় টুর্নামেন্ট আছে। বিশ্বকাপ আছে। উই নিড হিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মোমিনুল ইসলামের পিতা মোহাম্মদ হোসেন আর নেই !

ব্যাটিংয়ে সেরা সময়ে সাকিব : ফাহিম

আপডেট সময় ০১:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন সাকিব আল হাসান। এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন বরিশালের এই অধিনায়ক। শুক্রবারও সাকিবের দল ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়েছে।

এদিন দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম। জানালেন, তার মতে ব্যাটিংয়ে এটাই সাকিবের সেরা সময়, ‘টেকনিক্যাল বিষয় ও নিজে কিছুটা উদ্ভাবন করে। কিছুটা আমার সঙ্গে আলাপ করে হয়। কিছুটা আমরা অনুশীলন করি সেটার সঙ্গে (আসে)। সে খুব স্মার্ট। ও নিজেই খুঁজতে থাকে কোথায় গেলে আরেকটু ভালো হওয়া যায়। আমার কেন জানি মনে হচ্ছে, আমি ওর ব্যাটিং যতদিন দেখেছি ও বোধহয় ব্যাটিংয়ের পিকে আছে। ওই বিশ্বকাপটার (২০১৯) কথা স্মরণ রেখেই আমি বলছি। ও এত সহজে ব্যাট করছে এটা ভাবাই যায় না।’

ফাহিম আরো বলেন, ‘ওর অ্যাওয়ারনেসটা দুর্দান্ত। খুব লক্ষ্য করে সব কিছু। ও বোধহয় এই সেই করে বেড়াচ্ছে। ওর বোলিং চেঞ্জ, ফিল্ডিং চেঞ্জ। কোন ব্যাটার কখন যাবে স্পট অন কিন্তু। এটা কিন্তু এমনি এমনি হয় না। সবার শক্তির জায়গা। বিপক্ষ দলে কারা খেলছে। বামহাতি, ডানহাতি সব তার মুখস্ত কিন্তু। এসব কারণে সে ব্যতিক্রমী ক্রিকেটার। শুধু স্কিলের ব্যাপার না। স্কিল তো অনেকেরই আছে।’

এ বছর ওয়ানডে বিশ্বকাপে এমন সাকিবকেই দরকার প্রত্যাশা করে ফাহিম বলেন, ‘আমি যেটা বললাম ও এখন পিকে আছে। ও উপভোগ করছে খেলাটা, ভীষণ উপভোগ করছে। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ও এভাবে খেলুক। সামনে আমাদের বড় বড় টুর্নামেন্ট আছে। বিশ্বকাপ আছে। উই নিড হিম।