ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা।

বোরহানউদ্দিনে জেলেদের হাতে ৬ ডাকাত আটক

ভোলার বোরহানউদ্দিন মেঘনা নদীতে ডাকাতি করতে গিয়ে ৬ ডাকাত ও নৌকা সহ আটক করলেন জেলেরা! বোরহানউদ্দিন উপজেলা মেঘনা নদী থেকে ছয় ডাকাত ও নৌকা সহ আটক করে হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয় জেলেরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে মেঘনা নদীতে ট্রলারে ডাকাতকালে এসব ডাকাতদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান -রোববার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় কয়েকজন জেলে মাঝি মাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। নদীতে জাল পাতার কিছুক্ষণ পরেই বাঘের খালের ঘাট থেকে একটি বোটে ৬ জন ডাকাত সহ আমাদের মাছ ধরার বোটে আক্রমণ করে।

পরে আমরা হাকিমুউদ্দিন এর ঘাটের দিকে ছুটতে থাকি তারাও আমাদের লক্ষ করে আসতে থাকে অনেকক্ষণ পরে ওই সময়ে পেছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের ছয় সদস্যকে নৌকা সহ আটক করা হয়। আটককালে ডাকাতদের থেকে দুটি দা, দুটি লেহার পাত এবং ১টি চাপাতি ও কড়াত উদ্ধার করা হয়। আর ও কিছু দেশীয় অস্ত্র ছিলো পানিতে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় জেলেরা নৌ-পুলিশ ফাড়িতে খবর দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডাকাতদের তাদের হেফাজতে নেয়।

ডাকাত সদস্যরা হলেন, ১। নিরব(৩২) পিতা শাহাজল ব্যপারী,হাসান নগর, ২। মাকসুদ(২৮) পিতা শাহাজল ব্যাপারী, হাসান নগর, ৩।শাহাদাত(৩৫) পিতা- মোস্তাফিজ, হাসান নগর ৬ নং ওয়ার্ড, ৪। আনোয়ার হোসেন (৩০) পিতা – আবুল কালাম হাসান নগর ৫ নং ওয়ার্ড, ৫।আলামীন (৩৬) পিতা- ইসমাইল হাসান নগর ৭ নং ওয়ার্ড, ৬। নকিব( ২৫) পিতা- মৃত আজহার হাসান নগর, আজ সকাল ৬ টার দিকে একটি মহল রফাদফা করে ছয় ডাকাত দলকে মারামারি অভিযোগ তুলে হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়ি থেকে মিমাংসা করে দিবে বলে ছাড়িয়ে নেন।

এতে স্হানীয় জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন – এরা প্রতিনিয়ত আমাদের নৌকা ও জাল জোর করে নিয়ে যায় পরে আমাদের কাছ থেকে নৌকা ও জাল বাবদ নগদ অর্থ দাবী করে থাকে, অনেক সময় আমাদের লোকজনও নিয়ে আটক করে মুক্তিপণ দাবি করে এরা জলদস্যু, এদের জন্য আমরা নদীতে ঠিকমত মাছ ধরতে পারিনা। আজ তাদেরকে হাতেনাতে দেশীয় অস্ত্র ও নৌকা সহ ধরে নৌ পুলিশ ফাঁড়িতে সোর্পদ করি। বড় বড় মিয়ারা পুরো বিষয়টিকে মারামারি বলে তাদেরকে অর্থের বিনিময়ে একটি মহল হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়ি থেকে মিমাংসার কথা বলে ছাড়িয়ে নেন।

হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম বলেন – প্রথমে লোক মারফত জানতে পেরে আমরা ঘটনাস্হলে গিয়ে ৬ জনকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। উদ্ধারকৃতদের কাছ থেকে জাল কাটার দা ও কাচি এগুলো পাই। তাদের মধ্যে জাল পাতানো নিয়ে মারামারি হয়। উভয় পক্ষের দালালেরা আসলে ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ করবেনা বলে লিখিত রেখে ছেড়ে দেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি

বোরহানউদ্দিনে জেলেদের হাতে ৬ ডাকাত আটক

আপডেট সময় ০৮:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

ভোলার বোরহানউদ্দিন মেঘনা নদীতে ডাকাতি করতে গিয়ে ৬ ডাকাত ও নৌকা সহ আটক করলেন জেলেরা! বোরহানউদ্দিন উপজেলা মেঘনা নদী থেকে ছয় ডাকাত ও নৌকা সহ আটক করে হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয় জেলেরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে মেঘনা নদীতে ট্রলারে ডাকাতকালে এসব ডাকাতদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান -রোববার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় কয়েকজন জেলে মাঝি মাল্লা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। নদীতে জাল পাতার কিছুক্ষণ পরেই বাঘের খালের ঘাট থেকে একটি বোটে ৬ জন ডাকাত সহ আমাদের মাছ ধরার বোটে আক্রমণ করে।

পরে আমরা হাকিমুউদ্দিন এর ঘাটের দিকে ছুটতে থাকি তারাও আমাদের লক্ষ করে আসতে থাকে অনেকক্ষণ পরে ওই সময়ে পেছন থেকে আরেকটি বোটের সহযোগিতায় ডাকাত দলের ছয় সদস্যকে নৌকা সহ আটক করা হয়। আটককালে ডাকাতদের থেকে দুটি দা, দুটি লেহার পাত এবং ১টি চাপাতি ও কড়াত উদ্ধার করা হয়। আর ও কিছু দেশীয় অস্ত্র ছিলো পানিতে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় জেলেরা নৌ-পুলিশ ফাড়িতে খবর দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে আটককৃত ডাকাতদের তাদের হেফাজতে নেয়।

ডাকাত সদস্যরা হলেন, ১। নিরব(৩২) পিতা শাহাজল ব্যপারী,হাসান নগর, ২। মাকসুদ(২৮) পিতা শাহাজল ব্যাপারী, হাসান নগর, ৩।শাহাদাত(৩৫) পিতা- মোস্তাফিজ, হাসান নগর ৬ নং ওয়ার্ড, ৪। আনোয়ার হোসেন (৩০) পিতা – আবুল কালাম হাসান নগর ৫ নং ওয়ার্ড, ৫।আলামীন (৩৬) পিতা- ইসমাইল হাসান নগর ৭ নং ওয়ার্ড, ৬। নকিব( ২৫) পিতা- মৃত আজহার হাসান নগর, আজ সকাল ৬ টার দিকে একটি মহল রফাদফা করে ছয় ডাকাত দলকে মারামারি অভিযোগ তুলে হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়ি থেকে মিমাংসা করে দিবে বলে ছাড়িয়ে নেন।

এতে স্হানীয় জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন – এরা প্রতিনিয়ত আমাদের নৌকা ও জাল জোর করে নিয়ে যায় পরে আমাদের কাছ থেকে নৌকা ও জাল বাবদ নগদ অর্থ দাবী করে থাকে, অনেক সময় আমাদের লোকজনও নিয়ে আটক করে মুক্তিপণ দাবি করে এরা জলদস্যু, এদের জন্য আমরা নদীতে ঠিকমত মাছ ধরতে পারিনা। আজ তাদেরকে হাতেনাতে দেশীয় অস্ত্র ও নৌকা সহ ধরে নৌ পুলিশ ফাঁড়িতে সোর্পদ করি। বড় বড় মিয়ারা পুরো বিষয়টিকে মারামারি বলে তাদেরকে অর্থের বিনিময়ে একটি মহল হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়ি থেকে মিমাংসার কথা বলে ছাড়িয়ে নেন।

হাকিমুউদ্দিন নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম বলেন – প্রথমে লোক মারফত জানতে পেরে আমরা ঘটনাস্হলে গিয়ে ৬ জনকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। উদ্ধারকৃতদের কাছ থেকে জাল কাটার দা ও কাচি এগুলো পাই। তাদের মধ্যে জাল পাতানো নিয়ে মারামারি হয়। উভয় পক্ষের দালালেরা আসলে ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ করবেনা বলে লিখিত রেখে ছেড়ে দেই।