র্যাব-৫-সিপিসি -১’র চাঁপাইনবয়াবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মহিশালবাড়ী মাদ্রাসা টাওয়ার এর সামনে, রাজশাহীগামী মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযানে ৫২০ গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
৫ জানুয়ারি (বৃহঃস্পতিবার ) সন্ধ্যা ছয়টায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-৫সিপিসি-১’র কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি- তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থেকে রাজশাহীগামী মহাসড়কের মাদ্রাসা টাওয়ার এর সামনে অভিযান চালিয়ে ৫২০ (পাঁচশত বিশ) গ্রাম হেরোইনসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীঃ ১.মোঃ জামাল উদ্দিন (৫১) , পিতা- মোঃ তোফাজ্জল হোসেন। ২. মোঃ তোফায়েল (৩৮) পিতা মৃত আজিজুর রহমান উভয়ের সাং-মাদারপুর, থানা – গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।
র্যাব জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫সিপিসি-১’র এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল ০৭.৫৩ ঘটিকার সময় এসব তথ্য নিশ্চিত করেন।আরও বলেন এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-৫ বদ্ধপরিকর। র্যাব-৫ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।