বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোর মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি(জাপা)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে সংসদ উপ-নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা কর দলটির মনোনয়ন বোর্ড। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী, চাঁপাইনবাবগঞ্জ- ০২ আসনে মো. আবদুর রাজ্জাক এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান মুকুল জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।
জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।
এদিকে বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলের শরিকদের ছেড়ে দিয়েছে তারা। আর একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী দেওয়া আসনগুলো হলো- বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩। এর মধ্যে বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ।
আওয়ামী লীগের শরিক ১৪ দলকে ছেড়ে দেওয়া দুটি আসন হলো ঠাকুরগাঁও-৩ ও বগুড়া-৪। ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী দেবে বলে জানান ওবায়দুল কাদের। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। এখানে আওয়ামী লীগ প্রার্থী দেবে না।