কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২ নং চৌয়ারা ইউনিয়নের বি-বাড়িয়া গ্রামের মোরশেদা আক্তার নামে এক বয়স্ক মহিলাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক আটটায় মোরশেদা আক্তারের বাপের বাড়ির বসতভিটায় হামলা চালায় সবুজ, শিপন, রেজাউল সহ অজ্ঞাত ১৫জন সন্ত্রাসী ।
ভুক্তভোগী মোরশেদা আক্তার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন । মোরশেদা আক্তার জানান আমি চাষাপাড়া গ্রামের মোঃ ইয়াকুব এর ২য় স্ত্রী। আমার একমাত্র ছেলে শরিফ ইসলাম। আমার স্বামীর প্রথম স্ত্রীর তিন সন্তান তারা সবাই বড় । তারা আমার ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে মেরে ফেলতে চায়। তাই আমি আমার সন্তান জন্মের পর থেকেই আমার বাপের বাড়ি বি-বাড়িয়াতে আমার ছেলে শরীফ ইসলামকে নিয়ে বসবাস করি।
গত মঙ্গলবার রাত আনুমানিক আটটায় আমার স্বামীর প্রথম স্ত্রীর তিন সন্তানের ভাড়া করা সন্ত্রাসীরা আমার একমাত্র ছেলে শরীফকে হত্যার খুঁজে আমার বাড়িতে আসে । শরীফকে না পেয়ে আমাকে কিল-ঘুষি-লাথি মারে এবং দেশি-বিদেশি অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে শরিফ ইসলামকে বের করে দেওয়ার জন্য শাসিয়ে যায়। তারা আমার ছেলে শরীফ ইসলামকে ২০১৭, ২০১৮ সালেও হত্যাচেষ্টা করে ।
আমি তখন থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় মাতবররা মীমাংসার কথা বলে কয়েকবার উঠান বৈঠক করেও সমাধান করতে পারেনি। তিনি তার ছেলে শরিফ ইসলামের নিরাপত্তা দাবি করেন । এ ব্যাপারে থানা পুলিশের এক কর্মকর্তা বলেন আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নিব ।