কুলাউড়া উপজেলায় আগামী ২৪/০৯/২০২২ খ্রিঃ থেকে ১৬/১০/২০২২খ্রিঃ পর্যন্ত কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহ করা হবে ৷ যে বয়সে নিবন্ধিত হতে পারবেনঃ * জম্ম তারিখঃ ০১/০১/২০০৭খ্রিঃ বা তার পূর্বে হতে হবে।
নতুন নিবন্ধনের জন্য যা যা লাগবেঃ
* অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি।
* পিতা ও মাতার এনআইডি (NID) ফটোকপি।
* রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন।
* হোল্ডিং / ট্যাক্স এর ফটোকপি।
* শিক্ষা সনদ(JSC/SSC) ফটোকপি।
* বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এনআইডির ফটোকপি।
পরামর্শঃ
* যাদের জন্ম সনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্ম সনদ অনলাইন করে নেন।
* যাদের জন্ম সনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সনদের সাথে মিল নেই তাহারা দ্রুত সংশোধন করে নিবেন৷
* যাদের সনদে পিতা-মাতার এনআইডির সাথে মিল নাই তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত সনদ সংশোধন করুন।
* পিতা-মাতার এনআইডিতে ভুল থাকলে উপযুক্ত দলিলাদি সহ নির্বাচন অফিসের পরামর্শ নিয়ে অথবা উপযুক্ত দলিলাদি সহ সংশোধনের আবেদন ক্রমে সংশোধন করুন। মনে রাখবেনঃ ভুল তথ্য দিয়ে বা একাধিক বার নিবন্ধন হওয়া দন্ডনীয় অপরাধ। আপনি ইতোপূর্বে নিবন্ধিত হয়েছেন, তথ্য হারিয়ে গেছে? আপনার কাছে কোন তথ্য নেই বা মনে নেই।
জেলা নির্বাচন অফিস,মৌলভীবাজার স্বশরীরে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে আপনার তথ্য সংগ্রহ করতে পারেন।
সূত্রঃ উপজেলা নির্বাচন অফিস কুলাউড়া।