বগুড়া শহরের মডার্ণ ক্লিনিকে হার্নিয়া অপারেশন করতে গিয়ে অন্ডকোষ কেটে ফেলা সেই শিশুটি মারা গেছে। ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই বছর বয়সী শিশু রাকিব।
গত সাত মাস আগে বগুড়া মডার্ণ ক্লিনিকে ভুল অপারেশন করে শিশুটির অন্ডকোষ কর্তনের ফলে তার শরীরে ক্যান্সারের সংক্রমন ঘটেছিল। উল্লেখ্য, কয়কদিন আগে ওই শিশুর মা মোছাঃ আপু বেগম বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। শিশুটি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের নূর ইসলামের ছেলে।
অভিযোগে আপু বেগম জানিয়েছিলেন, হার্নিয়া অপারেশনের পর তারা বাড়িতে যান। কিছুদিন পর থেকে ওই শিশু ব্যাথায় কাতর হয়ে পড়লে ওই ক্লিনিকে চিকিৎসকের নিকট আবার নিয়ে আসেন কিন্তু তারা রোগীকে না দেখে ফেরত দেন। পরে শিশুকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর হার্নিয়া ও অন্ডকোষ অপারেশনের ক্ষতস্থানে ক্যান্সার জীবানু ধরা পড়েছে। বর্তমানে শিশুটিকে ক্যামো থ্যারাপী দিতে হবে। শিশুটির পিতা অতি দরিদ্র হওয়ায় তারা চিকিৎসা করাতে পারছিলেন না। থানায় দায়েরকৃত অভিযোগটির বর্তমান অবস্থা কি ত জানা যায়নি।