হবিগঞ্জের বানিয়াচং থানার ০৯নং পুকড়া ইউনিয়নের অন্তর্গত শিবপুর গ্রামের গরুর মালিক(বাদী) গত ২৫ ডিসেম্বর ২০২২ ইং- রাতের খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুমাইয়া পড়িলে তাহার গোয়াল ঘরে থাকা ০৪টি গরু যথাক্রমে (ক) একটি ন্যাড়া ধলা রংয়ের গাই গরু, মূল্য অনুমান ৫০,০০০/-টাকা, (খ) একটি সাদা রংয়ের ডেকি বাছুর, মূল্য অনুমান ৩০,০০০/-টাকা, এবং পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত (গ) একটি সাদা-কালো (চিত্রা) রংয়ের গাই গরু, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা, (ঘ) একটি সাদা কালো (চিত্রা) রংয়ের ডেকি বাছুর, মূল্য অনুমান ৩০,০০০/-টাকা, ধৃত আসামীসহ অজ্ঞাতনামা চোর/চোরেরা রাত্রিবেলা সংগোপনে গোয়াল ঘরে প্রবেশ করিয়া বাদীর উল্লেখিত ০৪টি গরু চুরি করিয়া নিয়া যায়।
পরবর্তীতে বাদীসহ পরিবারের লোকজন খোঁজাখুজি করিয়া গরু ০৪টি ধৃত আসামীর হেফাজতে পাইয়া স্থানীয় লোকজন চোরকে আটক করিয়া বানিয়াচং থানা পুলিশকে সংবাদ দিলে ২৬ শে ডিসেম্বর ২২খ্রিঃ অনুমান ০১.৩০ ঘটিকার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব মহোদয়ের নির্দেশে বানিয়াচং থানায় কর্মরত এসআই রাকিব হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছিয়া ঘটনায় জড়িত আসামী ছুরাব খান (৩২), পিতা-মৃত জিতু খান, মাতা-লাল বানু, সাং-সুবিদপুর (পশ্চিমপাড়া), ১০নং সুবিদপুর ইউনিয়ন, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ গ্রেফতার করেন।
বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে ২৭ শে ডিসেম্বর ২২খ্রিঃ ১১.১০ ঘটিকার সময় আলীগঞ্জ বাজার হইতে ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী সাজিদ মিয়া, পিতা-নুর মিয়া, মাতা-সুফিয়া খাতনু, সাং-দৌলতপুর, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।