ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আগামী এক বছর পরে জাতীয় নির্বাচন আসছে। এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি অনেক কিছু করার চেষ্টা করতে পারে।এই অশুভ শক্তি যাতে কিছু করতে না পারে সেজন্য প্রশাসন,জনগণ জনপ্রতিনিধি সকলে কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে পারবে।
সোমবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ফেসবুকে অযথা অন্যায়ভাবে দেশের শান্তি বিনষ্ট করার লক্ষ্যে একটি অশুভ শক্তি কাজ করে যাচ্ছে। তারা দেশের শান্তি বিনষ্ট করতে চায়।বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা তৎপর রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে রুখতে দেশের মানুষের শান্তি নষ্ট করতে তারা এই ধরনের উস্কানিমূলক কাজের সাথে জড়িত থাকে।
এই বিরোধী শক্তি দেশকে অস্থিথিশীল করে গুলা পানিতে মাছ ধরতে চায়। উস্কানিমূলক কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে। আইন অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।এই অসাম্প্রদায়িক দেশকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার সবই আমরা করবো। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে।
সারাবিশ্বের চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বের উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের মানুষ ভালো রয়েছে। দেশের শান্তি রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাশে থাকতে হবে। জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪- আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এছাড়াও সভায় স্থানীয় সরকার উপ পরিচালক মো জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সদর উপজেলা মডেল থানা অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মোবারক হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান, ইসালিমক ফাউন্ডেশন উপ পরিচালক মোশাররফ হোসেন, ইসলামিক ফাউণ্ডেশনের বিভাগীয় পরিচালক আবু বকর সিদ্দিকী, সদর উপজেলা মসজিদের ঈমাম মাওলান মজিবুর রহমান, সুনামগঞ্জ চার্চ এর সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড বিশ্বজিৎ চক্রবর্তী, সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ দে, বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিঠু বড়ুয়া প্রমুখ।