ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বোরহানউদ্দিনে পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর মৃধা’র বসতবাড়িতে হামলা। বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে ৩-২ সেট পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল। এদিকে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়েছে শ্রীলংকা।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে চার দেশ নিয়ে আয়োজিত হয় ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’। বাংলাদেশ এতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো।

সোমবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কিরগিজস্তানের সঙ্গে দারুণ লড়ে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে হেরে যায়। এরপর তৃতীয় সেটেও ২৫-২২ পয়েন্টে হেরে পিছেয়ে যায়।

তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জেতে ২৫-১৯ পয়েন্টে। ফলে ৫ম ও শেষ সেটটি দাঁড়ায় শিরোপা নির্ধারণী হিসেবে। ওই সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের তরুণরা। স্বাগতিকদের জয়ে উল্লাসে ফেটে পড়ে ভলিবল স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত দর্শকরা হইহুল্লুড়ে মাতেন।

ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারু মো. শাওন আলী (বাংলাদেশ)। টুর্নামেন্ট সেরা জিয়ানবেক উলু (কিরগিজস্তান)।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা

আন্তর্জাতিক ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় ০৭:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে ৩-২ সেট পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল। এদিকে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়েছে শ্রীলংকা।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে চার দেশ নিয়ে আয়োজিত হয় ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’। বাংলাদেশ এতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো।

সোমবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কিরগিজস্তানের সঙ্গে দারুণ লড়ে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে হেরে যায়। এরপর তৃতীয় সেটেও ২৫-২২ পয়েন্টে হেরে পিছেয়ে যায়।

তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জেতে ২৫-১৯ পয়েন্টে। ফলে ৫ম ও শেষ সেটটি দাঁড়ায় শিরোপা নির্ধারণী হিসেবে। ওই সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের তরুণরা। স্বাগতিকদের জয়ে উল্লাসে ফেটে পড়ে ভলিবল স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত দর্শকরা হইহুল্লুড়ে মাতেন।

ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারু মো. শাওন আলী (বাংলাদেশ)। টুর্নামেন্ট সেরা জিয়ানবেক উলু (কিরগিজস্তান)।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।