ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ৯

চট্টগ্রাম নগরের ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে নগরের বহদ্দারহাট পুলিশ বক্স থেকে শুরু হয়ে মোহাম্মদপুর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘সকালে জামায়াত ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানা গেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনাসহ ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় জামায়াত। এসব দাবিতে ২৪ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় দলটির আমির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদের ওপর কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ৯

আপডেট সময় ০৩:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম নগরের ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে নগরের বহদ্দারহাট পুলিশ বক্স থেকে শুরু হয়ে মোহাম্মদপুর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘সকালে জামায়াত ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানা গেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনাসহ ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় জামায়াত। এসব দাবিতে ২৪ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় দলটির আমির।