হাজার হাজার নেতা-কর্মীতে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। তারা এসেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে। সম্মেলন শুরুর আর মাত্র কয়েক মিনিট বাকি। কিন্তু এখনও ঢুকতে পারেননি সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে। তাই, পুলিশের মানবঢাল ঠেলে উদ্যানে প্রবেশের চেষ্টা করেছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেটে এমন চিত্র দেখা যায়।
গেটের সামনে দেখা গেছে, শুরুর দিকে কর্মীরা মোটামুটি লাইনেই ছিলেন। কিন্তু লাইন ভেঙেও কিছু কর্মী সামনে চলে আসেন। এসময় পুলিশ ও র্যাব সদস্যরা তাদের শান্ত থাকতে বলেন এবং লাইনে থাকতে বলেন। কিন্তু শৃঙ্খলা ভেঙে তারা একসঙ্গে পুলিশের মানবঢালে আঘাত করেন। যার ফলে পুলিশের ১৫-২০ জনের মানবঢাল ভেঙে হুড়োহুড়ি করে ঢুকে পড়ে গোটা ৬০/৭০ জনের মতো নেতা-কর্মী। পরে আবারও মানবঢাল তৈরি করে পুলিশ।
টাঙ্গাইল থেকে আসা আ. লীগ কর্মী মনসুর আহমেদ বলেন, আমরা লাইনেই ছিলাম। হঠাৎ কী হলো জানি না, পেছন থেকে জোরে ধাক্কা আসলো। আর নিজেকে সামলাতে পারলাম। এরপর দেখি একেবারে গেটের সামনে চলে গেছি। পুলিশ সেখান থেকে আমাদের আবার বের করে দিয়েছে।
তিনি আরও বলেন, বাইরে অনেক মানুষ। অল্পকিছু গেট দিয়ে এতো মানুষ কীভাবে ঢুকবে। এজন্য উদ্যানে ঢোকার জন্য বাইরে মানুষের সিরিয়াল পড়ে গেছে। অন্যদিকে সম্মেলন শুরু হতে কিছু সময় বাকি। প্রধানমন্ত্রীকে কাছ থেকে একবার দেখবো বলেই ভেতরে ঢোকার চেষ্টা।
এ বিষয়ে সেখানে দায়িত্ব পালন করা কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) ডিসি মাহমুদুল হাসান বলেন, আমরা কর্মীদের শৃঙ্খলার মধ্যে উদ্যানে প্রবেশ করানোর চেষ্টা করছি। কিন্তু সেটি তারা মানছেন না। তার আমাদের মানবঢাল ঠেলে প্রবেশের চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, সেটি করে আসলে লাভ নেই। কারণ মূল গেটে থাকা আর্চওয়ে মধ্যে একসঙ্গে একজন মানুষই প্রবেশ করতে পারে। এই গেটে ৫টি আর্চওয়ে আছে। সুতরাং ৫ জন মানুষই একসঙ্গে ঢুকতে পারবে।