কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন খিরনশাল বাজার থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নবাগত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান পিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায় ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে (১৪সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টায় চৌদ্দগ্রাম থানার একটি বিশেষ টিম এই অভিযানটি পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই নজরুল, এএসআই ইমরান, এএসআই কামরুজ্জামান ও কনস্টেবল বোরহান কে নিয়ে উপজেলার খিরনশাল বাজারে কুদ্দুস মিয়ার ভাড়া দোকান থেকে ৪০০ পিস ইয়াবা সহ হুমায়ুন কবির (৩৮)কে আটক করতে সক্ষম হয়।
হুমায়ুন কবির মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামের মৃত সৈয়দ আহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানার এসআই উগ্যজাই মারমা বলেন, খিরনশাল বাজারে কুদ্দুস মিয়ার ভাড়া দোকান থেকে ৪০০ পিস ইয়াবা সহ হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।