ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি কে এই সাদিক শিগগিরই ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: শিবির সভাপতি চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার সরকার পতনের পর এই প্রথম মুখ খুললেন সাদ্দাম-ইনান কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

নানান আয়োজনে তিনদিনব্যাপী বেগম রোকেয়া দিবস পালিত

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে নারীদের পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসার জন্য যিনি নিরলস ভাবে কাজ করে গেছেন সেই নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামের সম্ভ্রান্ত এক জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যু বরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল জানান, অন্যান্যবারের মত এবারো যথাযোগ্য মর্যাদায় সরকারীভাবে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে রোকেয়া দিবস পালন করা হবে।

ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে তিনদিনের কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম দিন আজ শুক্রবার সকাল দশটায় আলোচনা সভা ও তিন দিনব্যপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, মূল প্রবন্ধ আলোচক থাকবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) প্রফেসর মোহম্মদ শাহ আলম। সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। স্বাগত বক্তব্য রাখবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান আখন্দ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, বেলা একটায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধায় সাংস্কৃতিক পরিবেশনা।

শনিবার দ্বিতীয় দিন বিকালে আলোচনা সভায় ‘বেগম রোকেয়া সাহিত্যে নারী ভবনা’ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বেগম রোকেয়া বিশ্বববিদ্যালয়ের প্রভাষক (বাংলা বিভাগ) ড. সরিফা সালোয়া ডিনা। দিনব্যাপী আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শেষে আলোচনা সভা। রবিবার শেষ দিনে রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা।

আলোচনা সভায় ‘নারীর অগ্রযাত্রা: বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ বিষয়ের উপর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রফেসর ড. আরেফিনা বেগম। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা (উপজেলা প্রশাসন) সার্বিক সহযোগিতা করে থাকি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

নানান আয়োজনে তিনদিনব্যাপী বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট সময় ১২:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে নারীদের পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসার জন্য যিনি নিরলস ভাবে কাজ করে গেছেন সেই নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামের সম্ভ্রান্ত এক জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যু বরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল জানান, অন্যান্যবারের মত এবারো যথাযোগ্য মর্যাদায় সরকারীভাবে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে রোকেয়া দিবস পালন করা হবে।

ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে তিনদিনের কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম দিন আজ শুক্রবার সকাল দশটায় আলোচনা সভা ও তিন দিনব্যপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, মূল প্রবন্ধ আলোচক থাকবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) প্রফেসর মোহম্মদ শাহ আলম। সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। স্বাগত বক্তব্য রাখবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান আখন্দ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, বেলা একটায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধায় সাংস্কৃতিক পরিবেশনা।

শনিবার দ্বিতীয় দিন বিকালে আলোচনা সভায় ‘বেগম রোকেয়া সাহিত্যে নারী ভবনা’ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বেগম রোকেয়া বিশ্বববিদ্যালয়ের প্রভাষক (বাংলা বিভাগ) ড. সরিফা সালোয়া ডিনা। দিনব্যাপী আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শেষে আলোচনা সভা। রবিবার শেষ দিনে রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা।

আলোচনা সভায় ‘নারীর অগ্রযাত্রা: বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ বিষয়ের উপর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রফেসর ড. আরেফিনা বেগম। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা (উপজেলা প্রশাসন) সার্বিক সহযোগিতা করে থাকি।