চলতি মাসেই বাংলাদেশে দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাচ্ছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে সরকার প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন দোরাইস্বামী।
কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি মাসের শেষের দিকে ঢাকায় দায়িত্ব পালন করতে আসবেন ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বর্তমান হাইকমিশনার দোরাইস্বামীও চলতি মাসে নয়াদিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাতের শিডিউল চূড়ান্ত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।
করোনা মহামারির মধ্যে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করতে আসা কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশ-ভারতের সম্পর্কের সোনালী অধ্যায়কে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করায় সরকার প্রধানের প্রশংসা পাবেন বলে মনে করছেন কূটনৈতিক সূত্র।
এদিকে বুধবার বিকেলে গণভবনে ভারত সফর-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি সফর শুরু করেন। চার দিনের সরকারি সফর শেষে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন।
রোববার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাইকমিশনার দোরাইস্বামীর সম্মানে বিদায়ী লাঞ্চের আয়োজন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সেখানে হাইকমিশনারকে দেওয়া বিদায়ী বক্তব্যে পররাষ্ট্রসচিব দোরাইস্বামীকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিক্রম দোরাইস্বামী।
২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে ঢাকায় আসেন হাইকমিশনার দোরাইস্বামী। প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন দোরাইস্বামী। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।