ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ অব্যাহত পরিচালকদের সঙ্গে প্রেম করে কাজ পান স্বস্তিকা ‘পলিথিন ব্যাগের উৎপাদন বন্ধে ১ নভেম্বর থেকে অভিযান’ নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি র‍্যাব-১৩ দিনাজপুর হতে চাঞ্চল্যকর তহিদুর রহমান বাঙ্গু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার আশুলিয়ায় লতিফ মন্ডল ও আক্কাস আলী মন্ডল মূর্তি মান আতংকের নাম ফাইল আটকে কৌশলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে এসেছে রাজস্ব কর্মকর্তাদের মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বিকাশ এজেন্টের মালিক আজাদের বিরুদ্ধে জোর করে জমির দলিল নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

ভ্যাটের আওতা বাড়াতে বিশেষ জরিপ করছে এনবিআর

ভ্যাট সপ্তাহ ও জাতীয় ভ্যাট দিবসকে সামনে রেখে ভ্যাট কমিশনারেটগুলোতে বিশেষ জরিপ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট কমিশনার অফিসগুলো ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করবে। 

সোমবার (৫ ডিসেম্বর) এনবিআর সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর সদস্য মইনুল খান (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) এসব তথ্য জানান।

ইএফডি চালানের ২৩তম লটারির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়। এনবিআর সদস্য মইনুল খান, ভ্যাট সপ্তাহ ও জাতীয় ভ্যাট দিবসকে সামনে রেখে ভ্যাট কমিশনারেটগুলোতে বিশেষ জরিপ করতে ভ্যাট কমিশনারেটগুলোতে বিশেষ সার্ভে করছে। তারা ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করবে। কমিশনারেটগুলো নিশ্চিত করবে তাদের আওতাধীন আর কোনো ভ্যাট আদায়যোগ্য প্রতিষ্ঠান নেই।

তিনি বলেন, ভ্যাট লটারির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরদার করা হচ্ছে এবং তা লটারির আওতায় বাড়ানোর চিন্তা করছি। অ্যাপসের মাধ্যমে লটারির পুরস্কার দেওয়া যায় কিনা তা ভেবে দেখছি।

মইনুল খান আরও বলেন, ইএফটি মেশিন বসানোর পর থেকে আমরা আশান্বিত সাফল্য পাচ্ছি। গত নভেম্বর মাসে ইএফডি মেশিনের মাধ্যমে ৩২ কোটি ২৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যেখানে গত অক্টোবর মাসে আদায় হয়েছিল ৩০ কোটি ৪০ লাখ টাকা।  চলতি মাস পর্যন্ত ৮ হাজার ৮৩০ মেশিন বসানো হয়েছে এবং আমাদের তিন লাখ ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।

নভেম্বর মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এ লটারির ড্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৪ হাজার ৯৩৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

ভ্যাটের আওতা বাড়াতে বিশেষ জরিপ করছে এনবিআর

আপডেট সময় ০২:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

ভ্যাট সপ্তাহ ও জাতীয় ভ্যাট দিবসকে সামনে রেখে ভ্যাট কমিশনারেটগুলোতে বিশেষ জরিপ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট কমিশনার অফিসগুলো ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করবে। 

সোমবার (৫ ডিসেম্বর) এনবিআর সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর সদস্য মইনুল খান (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) এসব তথ্য জানান।

ইএফডি চালানের ২৩তম লটারির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়। এনবিআর সদস্য মইনুল খান, ভ্যাট সপ্তাহ ও জাতীয় ভ্যাট দিবসকে সামনে রেখে ভ্যাট কমিশনারেটগুলোতে বিশেষ জরিপ করতে ভ্যাট কমিশনারেটগুলোতে বিশেষ সার্ভে করছে। তারা ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করবে। কমিশনারেটগুলো নিশ্চিত করবে তাদের আওতাধীন আর কোনো ভ্যাট আদায়যোগ্য প্রতিষ্ঠান নেই।

তিনি বলেন, ভ্যাট লটারির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরদার করা হচ্ছে এবং তা লটারির আওতায় বাড়ানোর চিন্তা করছি। অ্যাপসের মাধ্যমে লটারির পুরস্কার দেওয়া যায় কিনা তা ভেবে দেখছি।

মইনুল খান আরও বলেন, ইএফটি মেশিন বসানোর পর থেকে আমরা আশান্বিত সাফল্য পাচ্ছি। গত নভেম্বর মাসে ইএফডি মেশিনের মাধ্যমে ৩২ কোটি ২৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যেখানে গত অক্টোবর মাসে আদায় হয়েছিল ৩০ কোটি ৪০ লাখ টাকা।  চলতি মাস পর্যন্ত ৮ হাজার ৮৩০ মেশিন বসানো হয়েছে এবং আমাদের তিন লাখ ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে।

নভেম্বর মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এ লটারির ড্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৪ হাজার ৯৩৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।