রাজধানীর কাফরুলে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং জাল টাকার কারবারি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আবুলসহ দুই সদস্য’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, প্রতারণা ও জালনোট কারবারী চক্রের মূলহোতা মোঃ আবুল কালাম সরদার (৩৮) ও মোঃ জনি সিকদার ওরফে ফাহিম (৩৩)। আজ শনিবার দুপুরে র্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে প্রতারক ও জালনোট কারবারী চক্রের মূলহোতা আবুলসহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিয়াউর রহমান চৌধুরী জানান, এসময় তাদের নিকট থেকে ৪ লাখ ৮৭ হাজার টাকার জালনোট, একটি ভূয়া নিয়োগপত্র, ৩ টি মোবাইল, ৩ টি সিমকার্ড এবং নগদ-২৭ হাজার ২৯৭ টাকা উদ্বার মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম সরদার ও মোঃ জনি সিকদার ওরফে ফাহিম কুখ্যাত প্রতারক।
তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল। এছাড়া তারা প্রতারণামূলক কর্মকান্ডের পাশাপাশি জাল টাকা উৎপাদন, দখল ও বিতরণের মতো আরো অনেক বেআইনি কার্যকলাপে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের।