পুরো ম্যাচে ব্রাজিলের একের পর এক আক্রমণ প্রতিহত করেছে ক্যামেরুন। শুধু তাই নয় পাল্টা আক্রমণে ব্রাজিলকে বেশ কয়েকবার কোণঠাসা করেছে দলটি। এমনকি ম্যাচের যোগ করা সময়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে ম্যাচের চিত্র পুরো পাল্টে দেন ভিনসেন্ট আবুবকর।
৯৩তম মিনিটে ডান প্রান্ত থেকে বাড়ানো জেরেমি এমবিকেলির ক্রস মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ক্যামেরুন অধিনায়ক। এরপরই জার্সি খুলে উল্লাসে মাতেন তিনি। আর এতেই বাধে বিপত্তি। আগে আরেকটি কার্ড দেখায় তাকে লাল কার্ড দেখান রেফারি।
এর আগে, ব্রাজিলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে গোলশূন্য প্রথমার্ধ কাটায় ক্যামেরুন। ম্যাচের প্রথমার্ধে ক্যামেরুনের পারফরম্যান্স প্রশংসার দাবিদার। সেই হিসেব করতে গেলে পুরো কৃতিত্বই পাবেন ক্যামেরুন গোলরক্ষক ডেভিড ইপাসি। প্রথমার্ধে প্রায় নিশ্চিত দুটি গোল বাঁচান তিনি। আর তাতেই কোনো গোলের দেখা না পেয়েই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নেয় সেলেসাওরা। এদিন মূল একাদশে আটটি পরিবর্তন নিয়ে ক্যামেরুনের বিপক্ষে পরিকল্পনা সাজান ব্রাজিল কোচ তিতে।
ম্যাচের ১৪তম মিনিটে ডান প্রান্ত থেকে ক্রস বাড়িয়েছিলেন ফ্রেড। দারুণ হেডে মার্টিনেল্লি গোলমুখে বল রাখলেও তা ফিরিয়ে দেন ক্যামেরুন গোলরক্ষক। ২০তম মিনিটে সুযোগ পায় ক্যামেরুন। তবে দলকে এ যাত্রায় বিপদমুক্ত করেন ব্রাজিল গোলরক্ষক এডারসন।
৩৮তম মিনিটে ফের সুযোগ নষ্ট করেন মার্টিনেল্লি। এরপরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে তাদের সব আক্রমণ ভেস্তে দেন ক্যামেরুনের ফুটবলাররা। ফলে আর কোনো গোল না হলে গোলশূন্য বিরতিতে যায় দুদল।