কর্নিশ মেট্রো স্টেশন থেকে দলে দলে মানুষ হাঁটছেন। অনেকে আবার দৌড়াচ্ছেন। মেসিদের খেলা দেখবেন বড় পর্দায়। তবে সেখানে গিয়ে কিছুটা হতাশই হতে হলো তাদের। কর্নিশ চত্বরে ফিফা ফ্যান জোনের মূল বড় পর্দায় যে আর্জেন্টিনার ম্যাচ ছিল না!
একই সময় সি গ্রুপের দুটি ম্যাচ চলছিল। সৌদি আরব ও মেক্সিকোর পাশাপাশি চলছিল আর্জেন্টিনা এবং পোল্যান্ডের ম্যাচ। দুটি ম্যাচই বেশ কয়েকটি পর্দায় ফ্যান জোনে সম্প্রচার হয়েছে। আর্জেন্টিনার ম্যাচটি সম্প্রচার হয়েছে তুলনামূলক ছোট পর্দায় এবং সৌদি আরবের ম্যাচটি প্রচারিত হয়েছে সবচেয়ে বড় পর্দায়।
এরপরও দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। অনেক আর্জেন্টাইন সুদূর আর্জেন্টিনা থেকে এলেও নিজ দলের সব ম্যাচের টিকেট পাননি। তাদের ভরসা এই ফ্যান জোনই। স্টেডিয়ামে বিয়ার নিষিদ্ধ হওয়ায় ইউরোপিয়ান ও লাতিন দর্শকরা ফ্যান জোনেই বেশি ভিড় করেন। কারণ ফ্যান জোনে রয়েছে অ্যালকোহল সুবিধা।
কর্নিশের ফিফা ফ্যান ফেস্টিভ্যাল চত্বরটি বেশ বড়। কয়েক লাখ দর্শক একসঙ্গে খেলা দেখতে পারে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি ফুড কোর্ট, স্পোর্টস মিউজিয়াম, শপ সব কিছুই রয়েছে।