ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড় কান্দিতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দুই গ্রুপের মুখোমুখি অবস্থান চিত্র নায়ক থেকে রাজপথের নায়ক হেলাল খানের দক্ষ নেতৃত্বে আবারো প্রাণ ফিরে পাচ্ছে জাসাস গাংনীর চিৎলা পাটবীজ খামার যেন জেডি মোর্শেদুলের পৈত্রিক সম্পত্তি! নওগাঁর সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার এর বিরুদ্ধে দুদকের মামলা জুলাই অভ্যূত্থানে শহীদদের স্মরণে ববি ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ক্যাম্পাসের পুকুরে ভেসে উঠলো জুলাই যোদ্ধার লাশ রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই : এ্যানী চৌধুরী শরীয়তপুরের জাজিরা পৌরসভায় মোবাইল কোর্ট  পরিচালনা করেছেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু করলো

ভাইয়ের হাতে প্রাণ গেল যুবদল নেতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবদলের এক নেতা খুন হয়েছেন।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৩৫) ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও তার চাচাতো ভাই তাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতা চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজ উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বসতঘরে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও হামলায় নজরুল ইসলামের বড় ভাই জালাল হোসেন গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ভর্তি করেছেন স্বজনরা।

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন, বিষয়টি তাদের পারিবাকি ঘটনা। যেহেতু সে যুবদলের একজন কর্মী। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আনছার উদ্দিন বলেন, নজরুল যুবদলের নিবেদিত কর্মী। সে ত্যাগী ও নির্যাতিত। আমাদের সব আন্দোলন সংগ্রামে সে সামনের কাতারে ছিল। শনিবারও শিমুলবাক ইউনিয়নের একটি সভায় সে উপস্থিত ছিল। আজ সে আমাদের মাঝে নেই। এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তাদের পারিবারিক বিষয়টি আমিও একবার সমাধান করে দিয়েছি। কিন্তু এর জন্য একজনকে জীবন দিতে হবে এ মানতে পারছি না। আমি দাবি জানাচ্ছি যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে তাজ উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও হামলায় গুরুতর আহত হন নিহতের বড় ভাই জালাল হোসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বড় কান্দিতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দুই গ্রুপের মুখোমুখি অবস্থান

ভাইয়ের হাতে প্রাণ গেল যুবদল নেতার

আপডেট সময় ০৮:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবদলের এক নেতা খুন হয়েছেন।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৩৫) ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ও তার চাচাতো ভাই তাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতা চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলা নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজ উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বসতঘরে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও হামলায় নজরুল ইসলামের বড় ভাই জালাল হোসেন গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ভর্তি করেছেন স্বজনরা।

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন, বিষয়টি তাদের পারিবাকি ঘটনা। যেহেতু সে যুবদলের একজন কর্মী। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আনছার উদ্দিন বলেন, নজরুল যুবদলের নিবেদিত কর্মী। সে ত্যাগী ও নির্যাতিত। আমাদের সব আন্দোলন সংগ্রামে সে সামনের কাতারে ছিল। শনিবারও শিমুলবাক ইউনিয়নের একটি সভায় সে উপস্থিত ছিল। আজ সে আমাদের মাঝে নেই। এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তাদের পারিবারিক বিষয়টি আমিও একবার সমাধান করে দিয়েছি। কিন্তু এর জন্য একজনকে জীবন দিতে হবে এ মানতে পারছি না। আমি দাবি জানাচ্ছি যে বা যারা এ ঘটনার সঙ্গে জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে তাজ উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও হামলায় গুরুতর আহত হন নিহতের বড় ভাই জালাল হোসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।