লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আঞ্চলিক মহাসড়কে বাসস্ট্যান্ড মোড়ে ট্রাফিক স্ট্যান্ড স্থাপন এখন সময়ের দাবি। এ মোড়টি চন্দ্রগঞ্জ থানার প্রধান প্রবেশদ্বার হওয়ায় এখানে প্রতিনিয়ত ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, যা সাধারণ জনগণসহ জরুরি সেবাগ্রহণকারীদের চরম দুর্ভোগে ফেলছে।
যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা না থাকা। রিকশা, ভ্যান, টেম্পু, সিএনজি ও ভারী যানবাহনগুলো থানার প্রবেশ পথসহ বাজারের বিভিন্ন স্থানে এলোমেলোভাবে পার্কিং করছে। উপযুক্ত পার্কিংয়ের অভাবে মহাসড়ক, বাজার ও থানার প্রবেশমুখে যানবাহন থামিয়ে রাখায় যানজট স্থায়ী রূপ নিয়েছে। বিশেষ করে সিএনজি স্ট্যান্ড গুল ।
ফলে পুলিশ সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তারা চন্দ্রগঞ্জ থানায় প্রবেশে সমস্যায় পড়ছেন। হাসপাতালের জরুরি অ্যাম্বুলেন্স সেবা পর্যন্ত এই যানজটে বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ফুটপাত দখলের সমস্যা। রাস্তার দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে রাখায় জনসাধারণের চলাচলও ব্যাহত হচ্ছে, যা জননিরাপত্তার জন্যও হুমকি।
পরিস্থিতি নিরসনে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন:
চন্দ্রগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে একটি স্থায়ী ট্রাফিক স্ট্যান্ড স্থাপন।
ট্রাফিক পুলিশ নিয়োগ ও সক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা।
অবৈধভাবে দখলকৃত ফুটপাত উচ্ছেদ।
যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
চালক ও পথচারীদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
চন্দ্রগঞ্জ এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যেই এসব পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।