বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও বাজার শাখা বিএনপির উদ্যোগে স্থানীয় চাইরগাঁও বাজারে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী ইমরান।
নরসিংপুর ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও রশিদ আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিএনপি নেতা ও ইউপি সদস্য ধন মিয়া, বিএনপি নেতা হুসিয়ার আলী,নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম, সামছুল ইসলাম, আব্দুস সত্তার,আব্দুর রহমান, আব্দুল জলিল, মনোয়ার আলী মনর,রমজান আলী, মন্তাজ আলী,নরসিংপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলিম উদ্দিন,যুবদল নেতা ফরিদ খাঁন,জসিম উদ্দিন মিলন, রমজান আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।