কুড়িগ্রাম, নাগেশ্বরীতে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।উক্ত অভিযোগে বাদী মোঃ মকছেদুল রহমান প্রধান সোহেল (৪৯), পিতা-মৃত সাইফুর রহমান প্রধান ,সাং-পচ্চিমনাগেশ্বরী ,থানা-নাগেশ্বরী ,জেলা-কুরিগ্রাম সঙ্গে আমার ছোট ভাই
মোঃ মহাইমিনুল রাহমান প্রধান সহ হাজির হইয়া বিবাদী ১। মোঃ আবু তালহা (৪২), পিতা- মৃত আজগার আলী,সাং-পচ্চিম নাগেশ্বরী ২। মোঃ সিরাজুল ইসলাম(৪২),পিতা-অজ্ঞাত, সাং-মনিয়ারহাট ৩। মোছাঃ উম্মে হানি(৩৫), স্বামী- সিরাজুল ইসলাম, সাং-মনিয়ারহাট
৪। উম্মে আলেমা বেওয়া(৪৭), স্বামী- মৃত সুরুজ্জামান, সাং-যাত্রাপুর, থানা- কুড়িগ্রাম,বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।উক্ত মামলায় উল্লেখ করা হয় আমি ও আমার ভাই পৈত্রিক সুত্রেএই জমির প্রাপ্ত।জমিতে ৫ তলা একটি মার্কেটও রয়েছে।
বিবাদীগণ বেশ কিছুদিন যাবত অন্যায় ভাবে জমিটি দখল করার পায়তারা করছে এবং বিভিন্ন ভাবে আমার পরিবারকে ভয়ভীতি হুমকি দিয়ে আসছে।এরই জের ধরে ১১/১১/২৪ তারিখে অন্যায় ভাবে জমি দখল করিতে আসিলে আমরা বাধা দিলে আমাদেরকে মারধর,খুন ও জখম করে জমি দখল করবে।আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কে আছি।
থানা-নাগেশ্বরী ,জেলা-কুরিগ্রাম, মৌজা- পচ্চিম নাগেশ্বরী, জেএলং-২৮, হাল খং নং-৭৬, দাগ নং-৪৩৬৭, জমির পরিমান ৩০ শতক