পটুয়াখালী জেলার ব্যবসায়ীদের অন্যতম সর্ববৃহৎ সংগঠন দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দুই বছর মেয়াদের (২০২৪-২০২৬) পরিচালনা পর্ষদের নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক ফারুক এর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য মোশতাক আহমেদ পিনু, চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম খান, চেম্বারের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর শিকদার, জেলা বিএনপির সদস্য মোফাজ্জেল হোসেন খান দুলাল, আলমগীর হোসেন বাচ্চু, মদিনা মসজিদের খতিব আলহাজ্জ আবু ইউছুব সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়ে শপথ গ্রহন করেছেন কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ ঈসা ও সহ-সভাপতি শেখ মতিউর রহমান।
এছাড়া চেম্বারের নির্বাচিত পরিচালক ১৮ জন হয়েছেন- মোঃ হেমায়েত উদ্দিন, সৈয়দ মোঃ হারুন অর রশিদ, মোঃ হারুন অর রশিদ, শাহজাদা হাবিবউল্লাহ মাসুদ, মোঃ আল আমিন, মোঃ এনায়েত হোসেন মোহন, মিহির কুমার পাল, মোঃ বশির উদ্দিন, মোঃ মামুন আলম খান, আতিকুল ইসলাম সুজন, মোঃ রফিকুল ইসলাম মাসুদ, খন্দকার আঃ রাজ্জাক, মোঃ জসিম উদ্দিন, সৈয়দ হাফিজুর রহমান হিরা, এইচ এম তাহমিদ মিনহাজ, মোঃ শফিকুল ইসলাম শাহিন, খন্দকার মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মেহেদি হাসান।