“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১লা নভেম্বর) বিকেল ৪টায় লাউখোলা শহীদ সিরাজ স্মৃতি সংঘের উদ্যোগে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা আইজ উদ্দিন সরদার উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় স্থানীয় দল FC LAWKHOLA UNITED ১-০ গোলে North Star দলকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে আনোয়ার সরদার চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার সরদার বলেন, “লেখাপড়ায় ভালো ও মেধাবী হতে হলে খেলাধুলাতেও ভালো হতে হবে। নিয়মিত খেলাধুলা করলে যেমন মাদক থেকে দূরে থাকা যায়, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করা সম্ভব। তাই প্রতিটি এলাকায় নিয়মিত গ্রামীণ খেলাধুলার আয়োজনের কোনো বিকল্প নেই।”
টুর্নামেন্ট আয়োজক বিলাস সরদার জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশে এই আয়োজন করা হয়েছে।
এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন মোঃ মাইনুল ইসলাম।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের পুরস্কার উপহার প্রদান করেন বিলাস সরদার ও নাহিদ হোসেন। রেফারির দায়িত্ব পালন করেন রিসাদ সরদার। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন দিপু সরদার, সোহানুর রহমান সোহান, বাদশা মিয়া,সাজ্জাদ আহমেদ সাকিব, এবং মোঃ মাইনুল ইসলাম ।