চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করলেন মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে দূরদূরান্ত থেকে আগত রোগী ও স্বজনদের জন্য পানির প্লান্ট স্থাপনের মাধ্যমে এই পানির ব্যবস্থা করা হয়েছে। এতে খুশী রোগী ও রোগীর স্বজনরা।
প্লান্টির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন। এ সময় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তৈয়ব সিকদার, রোগী কল্যাণ সমিতির সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দূর দূরান্ত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজই হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী এসে থাকে। এতোদিন তাদের জন্য বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা ছিলোনা। এখন থেকে পানির জন্য তাদের আর হাহাকার করতে হবে না।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কম্পানি থেকে রেজিস্ট্রেশন পায় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরণের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি। গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও ASH Foundation USA INC. এর চলমান বিবিধ জরুরি মানবিক কর্মসূচি চলমান রয়েছে, এছাড়াও প্রবাস ফেরত যাত্রীদের সহায়তায় চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছে চলমান রয়েছে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।