আজ ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকা, শাহ জামাল নামে এক যুবককে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে রায় দেন নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ জামাল গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের মোঃ তসলিম উদ্দিন এর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলা দুর্গাপুর বাবলাতলা উদ্দিনের ছেলে শাহজামান এলাকার নজরুল ইসলামের মেয়ে শিউলী খাতুন কে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর শশুর নজরুল ইসলাম বিয়েটি মেনে না নিলেও পরে ২০ হাজার টাকা যৌতুকের দেওয়ার শর্তে বউকে ঘরে তোলে। শিউলির বাবা নজরুল ইসলাম ১৫০০ টাকা পরিশোধ করে এবং ৫ হাজার টাকা পরিশোধ করতে না পারার কারণে স্বামী সহ শশুর বাড়ির লোকজন প্রায় তাকে নির্যাতন করতো।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২০১১ সালের ১লা জানুয়ারী গভীর রাতে স্বামী শাহ জামাল স্ত্রী শিউলিকে শ্বাস রোধ করে হত্যা করে। পরদিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে স্বামী শাহ জামাল, শশুর তসলিম উদ্দিন ও শাশুড়ী সামনুর বেগমকে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ নয় বছর পর আসামি শাহজালালকে মৃত্যুদণ্ড প্রদান করেন ৫০ জরিমানা করেন। এই জরিমানার টাকা বিজ্ঞ আদালত শিউলি বেগমের মা-বাবাকে প্রদান করার জন্য আদেশ প্রদান করেন। ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় আসামীর বাবা মাকে বেকুসুর খালাস প্রদান করেন।
বাদী পক্ষের কৌশলি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তার মক্কেল ন্যায় বিচার পেয়েছে। অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী আজই কোন মন্তব্য করতে চান না। আর মুখের সঙ্গে কথা বলে পদক্ষেপ গ্রহণ করবেন।