ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের-মৃত্যু কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ: যুবদল সভাপতি মোনায়েম মুন্না জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না নাগেশ্বরীতে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পছন্দের বিয়ের বিপক্ষে অধিকাংশ পাকিস্তানি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা উপদেষ্টা মাহফুজ আলমের জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে ০৩(তিন) কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নাটোরের জোনাইল বড়াল নদীর উপরের ব্রীজ পথ-চারীর মরণ ফাঁদ

নাটোরের বড়াইগ্রাম জোনাইল বড়াল নদীর উপরে যে ব্রিজ আজ অকেজো হয়ে দাঁড়িয়ে আছে,সেটা এখন মানুষ চলাচলের মরণ ফাঁদ । দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের টেন্ডার বাজি, দুর্নীতিবাজ,বাজেট মূলক আত্মসাৎ,ও দূর-শাসনের অবহেলিত জোনাইল বড়াল নদী ব্রিজ । আমরা হাট মুখি পথ-চারী মানুষের সাথে কথা বলে জানতে পারছি যে জোনাইল ইউনিয়নের হাটের প্রবেশ মুখে চতুর্মুখী রাস্তার প্রবেশ সংযোগ এই বড়াল নদীর ব্রিজ।

জোনাইল সাপ্তাহিক দুইদিন হাট বসে শনিবার ও মঙ্গলবার, এই হাটে ২/৩ লক্ষ লোকের সমাগম ঘটে।শুধু তাই নয়,এই হাটে বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সহ পার্শ্ববর্তী জেলার অনেক ব্যবসায়িক, বিভিন্ন মুখী ব্যবসার করার জন্য আসে। জোনাইলের ব্রিজের সাথে সংযোগ ।১.চাটমহর টু জোনাইল ২.রাজাপুর টু জোনাইল ৩.কয়েন বাজার টু জোনাইল ৪.রাজ্জাক মোড় টু জোনাইল চতুর্মুখী রাস্তার প্রবেশ বড়াল নদীর ব্রিজ।

তাই জোনাইল বাসী ও আশেপাশে ৪ লাখ মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি বড়াল নদীর ব্রিজ নতুন করে তৈরি করা বা দ্রুত প্রাথমিক পর্যায়ে সংস্কার করা।কিন্তু স্বৈরাচার শাসকের ইউপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কোন ধরনের পদক্ষেপ নেয়নি। শুধু তাই নয় জোনাইল বড়াল নদীর উপর দিয়ে স্কুলের প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রী চলাচল করে সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয় অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়।

জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়, জোনাইল ডিগ্রী কলেজ, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় সহ আরো কিছু পাইভেট স্কুলের ছাত্র ছাত্রীরা এই বড়াল নদীর ব্রিজের উপর দিয়ে চলাচল করে, ইতিপূর্বে জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় একজন ছাত্র যানবাহনে ধাক্কায় মারা যায়। এছাড়া জোনাইল ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় মন্দিরও গির্জার, নামাজ, ও প্রার্থনা রত মানুষের অনেক সমস্যায় পড়তে হয়। তাই জোনাইল ইউনিয় বাসিসহ আশেপাশের ৪ লক্ষ মানুষের স্বপ্ন ও দাবি এই বড়াল নদীর উপরে যে ব্রিজ অকেজো হয়ে আছে সেটাকে খুব দ্রুত সংস্কার বা নতুন করে তৈরি করা দাবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের-মৃত্যু

নাটোরের জোনাইল বড়াল নদীর উপরের ব্রীজ পথ-চারীর মরণ ফাঁদ

আপডেট সময় ১২:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

নাটোরের বড়াইগ্রাম জোনাইল বড়াল নদীর উপরে যে ব্রিজ আজ অকেজো হয়ে দাঁড়িয়ে আছে,সেটা এখন মানুষ চলাচলের মরণ ফাঁদ । দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের টেন্ডার বাজি, দুর্নীতিবাজ,বাজেট মূলক আত্মসাৎ,ও দূর-শাসনের অবহেলিত জোনাইল বড়াল নদী ব্রিজ । আমরা হাট মুখি পথ-চারী মানুষের সাথে কথা বলে জানতে পারছি যে জোনাইল ইউনিয়নের হাটের প্রবেশ মুখে চতুর্মুখী রাস্তার প্রবেশ সংযোগ এই বড়াল নদীর ব্রিজ।

জোনাইল সাপ্তাহিক দুইদিন হাট বসে শনিবার ও মঙ্গলবার, এই হাটে ২/৩ লক্ষ লোকের সমাগম ঘটে।শুধু তাই নয়,এই হাটে বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সহ পার্শ্ববর্তী জেলার অনেক ব্যবসায়িক, বিভিন্ন মুখী ব্যবসার করার জন্য আসে। জোনাইলের ব্রিজের সাথে সংযোগ ।১.চাটমহর টু জোনাইল ২.রাজাপুর টু জোনাইল ৩.কয়েন বাজার টু জোনাইল ৪.রাজ্জাক মোড় টু জোনাইল চতুর্মুখী রাস্তার প্রবেশ বড়াল নদীর ব্রিজ।

তাই জোনাইল বাসী ও আশেপাশে ৪ লাখ মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি বড়াল নদীর ব্রিজ নতুন করে তৈরি করা বা দ্রুত প্রাথমিক পর্যায়ে সংস্কার করা।কিন্তু স্বৈরাচার শাসকের ইউপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কোন ধরনের পদক্ষেপ নেয়নি। শুধু তাই নয় জোনাইল বড়াল নদীর উপর দিয়ে স্কুলের প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রী চলাচল করে সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয় অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়।

জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়, জোনাইল ডিগ্রী কলেজ, সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় সহ আরো কিছু পাইভেট স্কুলের ছাত্র ছাত্রীরা এই বড়াল নদীর ব্রিজের উপর দিয়ে চলাচল করে, ইতিপূর্বে জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় একজন ছাত্র যানবাহনে ধাক্কায় মারা যায়। এছাড়া জোনাইল ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় মন্দিরও গির্জার, নামাজ, ও প্রার্থনা রত মানুষের অনেক সমস্যায় পড়তে হয়। তাই জোনাইল ইউনিয় বাসিসহ আশেপাশের ৪ লক্ষ মানুষের স্বপ্ন ও দাবি এই বড়াল নদীর উপরে যে ব্রিজ অকেজো হয়ে আছে সেটাকে খুব দ্রুত সংস্কার বা নতুন করে তৈরি করা দাবি।