পটুয়াখালী সদর উপজেলা চত্বরে ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় উদ্বোধন হতে যাচ্ছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১০ টায় উদ্বোধন, বেলা ১১.২০ মিঃ র্যালী, ১১.৪০ মিঃ স্টল পরিদর্শন, দুপুর ১২ টায় ফলের চারা বিতরণ ও আলোচনা সভা। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় রয়েছে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কৃষি মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান। এবছর মেলার প্রতিপাদ্য হচ্ছে – “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন মাত্রা”।