ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা পরিষদের আয়োজনে দিবসটির তাৎপর্যতায় আজ বিকাল চারটায় কেন্দ্রীয় কমিটির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ মনেপ্রাণে গেঁথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার মাধ্যমে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় জননেত্রী শেখ হাসিনা পরিষদের পক্ষ থেকে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাইয়ুম। “” বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই পতাকা ” জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএইচ খান তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো জানান।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, Smart বাংলাদেশ বিনির্মাণ হেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নসরুল্লাহ অলিদ, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভার আগে দলীয় কার্যালয় হতে এম এইচ খানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীদের অংশ গ্রহনে শান্তি মিছিলটি রমনা ও পল্টন থানা এলাকার বিভিন্ন্য সড়ক প্রদক্ষিন করে।