ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা

টেনিস র‌্যাকেট হাতে জিতেছেন একের পর এক শিরোপা। ভারতকে গর্বিত করেছেন বিশ্বের বুকে। এতক্ষণে নামটা হয়তো জেনে গেছেন সবাই। ঠিকই ধরেছেন, সানিয়া মির্জা। ভারতীয় এ টেনিস কিংবদন্তি মাঠ মাতিয়েছেন বিশ্বের বড় বড় সব খেলোয়াড়ের সঙ্গে। তবে চলতি মাসেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। এরই মধ্যে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও। নিজে টেনিস তারকা হলেও বিয়ে করেছেন ক্রিকেট স্টার শোয়েব মালিককে। এছাড়া বন্ধুবান্ধবদের তালিকায়ও আছেন অনেক ক্রিকেটার।

এবার অবসরের পরবর্তী ক্যারিয়ার হিসেবেও বেছে নিলেন ক্রিকেটকে। আসন্ন নারী আইপিএলের জন্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দায়িত্ব পালন করবেন টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। ভারতের তারকা এই টেনিস তারকা মূলত দলটির মেন্টরের দায়িত্ব সামলাবেন

প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩ কোটি ৪০ লাখ রুপিতে তারা দলে নিয়েছে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে। এরপর একে একে রেণুকা সিং, রিচা ঘোষ, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি, বেথ মুনিদের নিয়ে তারকাখচিত দল গড়েছে আরসিবি। আইপিএলে এখনও পর্যন্ত ট্রফি ঢোকেনি দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটির ঘরে।

অথচ বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা রয়্যালদের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন। তারকাখচিত দল নিয়েও ট্রফি না জেতার আক্ষেপ পূরণ করতে পারে নারী আরসিবি টিমের হয়ে। স্মৃতি মান্ধানার নেতৃত্ব প্রথম ডব্লিউপিএল জয়ের স্বপ্ন দেখছে আরসিবি। লক্ষ্যপূরণ করতে কোনো ফাঁক রাখতে চাইছে না তারা। তাই ভারতীয় টেনিসের পোস্টার গার্লের কাছে গিয়েছিল মেন্টর হওয়ার প্রস্তাব। এমন সুযোগ না করার কোনো কারণ দেখেননি অবসরের দোরগোড়ায় থাকা ৩৬ বছর বয়সী সানিয়া।

dhakapost

সানিয়া তার দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা উজাড় করে দিতে তৈরি। ক্রিকেটীয় কলাকৌশলের বাইরের বিষয় ও সমস্য়া নিয়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, রেণুকা সিংদের সাহায্য করবেন সানিয়া। চাপ সামলানোর দাওয়াই বাতলে দেবেন তিনি। ৬টি গ্র্যান্ড স্লামজয়ী টেনিসকে বিদায় জানানোর পর মেন্টর হিসেবে রিচা, স্মৃতিদের কতটা কাজে লাগতে পারেন সেদিকেই থাকবে চোখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা

আপডেট সময় ০২:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

টেনিস র‌্যাকেট হাতে জিতেছেন একের পর এক শিরোপা। ভারতকে গর্বিত করেছেন বিশ্বের বুকে। এতক্ষণে নামটা হয়তো জেনে গেছেন সবাই। ঠিকই ধরেছেন, সানিয়া মির্জা। ভারতীয় এ টেনিস কিংবদন্তি মাঠ মাতিয়েছেন বিশ্বের বড় বড় সব খেলোয়াড়ের সঙ্গে। তবে চলতি মাসেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। এরই মধ্যে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও। নিজে টেনিস তারকা হলেও বিয়ে করেছেন ক্রিকেট স্টার শোয়েব মালিককে। এছাড়া বন্ধুবান্ধবদের তালিকায়ও আছেন অনেক ক্রিকেটার।

এবার অবসরের পরবর্তী ক্যারিয়ার হিসেবেও বেছে নিলেন ক্রিকেটকে। আসন্ন নারী আইপিএলের জন্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দায়িত্ব পালন করবেন টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। ভারতের তারকা এই টেনিস তারকা মূলত দলটির মেন্টরের দায়িত্ব সামলাবেন

প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩ কোটি ৪০ লাখ রুপিতে তারা দলে নিয়েছে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে। এরপর একে একে রেণুকা সিং, রিচা ঘোষ, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি, বেথ মুনিদের নিয়ে তারকাখচিত দল গড়েছে আরসিবি। আইপিএলে এখনও পর্যন্ত ট্রফি ঢোকেনি দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটির ঘরে।

অথচ বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা রয়্যালদের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন। তারকাখচিত দল নিয়েও ট্রফি না জেতার আক্ষেপ পূরণ করতে পারে নারী আরসিবি টিমের হয়ে। স্মৃতি মান্ধানার নেতৃত্ব প্রথম ডব্লিউপিএল জয়ের স্বপ্ন দেখছে আরসিবি। লক্ষ্যপূরণ করতে কোনো ফাঁক রাখতে চাইছে না তারা। তাই ভারতীয় টেনিসের পোস্টার গার্লের কাছে গিয়েছিল মেন্টর হওয়ার প্রস্তাব। এমন সুযোগ না করার কোনো কারণ দেখেননি অবসরের দোরগোড়ায় থাকা ৩৬ বছর বয়সী সানিয়া।

dhakapost

সানিয়া তার দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা উজাড় করে দিতে তৈরি। ক্রিকেটীয় কলাকৌশলের বাইরের বিষয় ও সমস্য়া নিয়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, রেণুকা সিংদের সাহায্য করবেন সানিয়া। চাপ সামলানোর দাওয়াই বাতলে দেবেন তিনি। ৬টি গ্র্যান্ড স্লামজয়ী টেনিসকে বিদায় জানানোর পর মেন্টর হিসেবে রিচা, স্মৃতিদের কতটা কাজে লাগতে পারেন সেদিকেই থাকবে চোখ।