মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে চার হাঁকানোর পরেই বলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল লিটন দাসকে। খুলনার পেসার শফিকুল ইসলামের করা বল লিটনের হাতে এসে আঘাত হানে। এরপর মাঠের মধ্যেই খানিকক্ষণ তাকে সেবা দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে মাঠ ছাড়েন তারকা এই ওপেনার।
লিটনের এভাবে মাঠ ছাড়ার পর দর্শক থেকে শুরু করে সকলের মনে বড় ইনজুরির শঙ্কা উঁকি দিচ্ছিল। তবে সেসব শঙ্কা স্রেফ উড়িয়ে দিয়েছেন দলটির অধিনায়ক ইমরুল কায়েস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুমিল্লার এই অধিনায়ক আশ্বস্ত করেছেন বড় কোনো কিছু ঘটেনি লিটনের, তবে হাতে ব্যথা রয়েছে এখনো।
লিটনকে নিয়ে ইমরুল কায়েস বলেন, ‘লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে।’
জনসন চার্লসের সেঞ্চুরিতে কুমিল্লা শেষ পর্যন্ত ২১১ রান টপকে জয় ছিনিয়ে নেয়। তবে শুরুতে লিটনের ইনজুরির পর কিছুটা শঙ্কায় পড়ে গিয়েছিল কুমিল্লা, এমনটাই জানিয়েছেন ইমরুল। তিনি বলেছেন, ‘খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা হারবো না। কিন্তু লিটন যখন ইনজুরিতে পড়ে, তখন আমরা কিছুটা চিন্তিত হয়ে গিয়েছিলাম।’