ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকা মডেল থানায় পরিবেশ সংরক্ষণে প্রশংসিত ওসি কামাল

ময়মনসিংহের ভালুকা মডেল থানার পরিবেশ সংরক্ষণে প্রশংসিত ওসি মোঃ কামাল হোসেন, এবং ইতি মধ্য এ নিয়ে প্রশংসার গুঞ্জন ছড়িয়েছে জনসাধারণের মুখে মুখে। সৎ চিন্তা আর প্রকৃতির প্রতি ভালবাসা থাকায় ওসি কামাল হোসেন এর উদ্ধিপনায় বদলে গেছে ভালুকা মডেল থানার পরিবেশ। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার পরিবেশগত দিকও বদলেছে।

এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানা চত্বরে বাহারি ফুল-ফল গাছ আর পতিত জমিতে সবজি ক্ষেত মিলে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্য। ভালুকা মডেল থানায় পতিত জমিটুকু পতিত থাকলেও এই থানার অফিসার ইনচার্জ হিসেবে যারা দায়িত্ব পালন করে গেছেন তারা এই পতিত জাগয়াটুকুকে কাজে লাগাতে পারেননি। দায়িত্ব পালনকালীন সময়ে কেহ কোন সময় ফুল ফল কিংবা সবজি চাষে উদ্যোগী হননি, রক্ষণাবেক্ষন কিংবা পরিচর্চার জন্য এগিয়ে আসেননি। কিন্তু বর্তমানে এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন যোগদানের পর থেকে এই পতিত জায়গার আমূল পরিবর্তন করেছেন। থানার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে শীতকালীন নানান ধরনের ফুল ফল ও সবজি চাষের সমারোহ। গাছে গাছে বিভিন্ন ধরনের ফুলের মৌ মৌ গন্ধে আর সবজি গাছে সবজি আসতে শুরু করায় পাল্টে গেছে থানার চারপাশের পরিবেশ।

কামাল হোসেন ব্যক্তি উদ্যোগে নিজের অর্থ ব্যয় করে পতিত জায়গায় টমেটো, লাল শাক, পালং শাক সহ হরেক রকমের সবজি চাষ করেছেন। বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের বাগানের পাশাপাশি হরেক রকমের সবজি চাষ করায় থানায় আসা দর্শনার্থী ও অভিযোগকারীরা জানান, থানায় ফুলের মৌ মৌ গন্ধ উপভোগ করেন যা পরিবেশের ভারসাম্য রক্ষা করছে বলে মনে করেন তারা। অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ঘোষনা দিয়েছেন কোথাও বাড়ির পাশে কিংবা বাড়ির আঙ্গিনায় এক ইঞ্চি জায়গা ও যেন খালি কিংবা পতিত না থাকে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের প্রতি আকৃষ্ট হয়ে এই মডেল থানায় যোগদানের পর পতিত জায়গাটুকুকে পতিত না রেখে আবাদের চেষ্টা করি। এই ফুল, ফল ও সবজি চাষের কারণে এখানকার পরিবেশের ভারসাম্য সুরক্ষার পাশাপাশি এই ফরমালিনমুক্ত সবজিগুলো নিজে এবং থানার সকল অফিসার ও সদস্যরা নিয়মিত খাচ্ছেন।

প্রতিদিন পেশাগত দায়িত্ব পালনের ফাকেঁ ফাকেঁ বাগানে সময় দেওয়া সহ পরিচর্চায় ব্যস্ত থাকি। এ ব্যাপারে (ওসি) তদন্ত জাহাঙ্গির আলম জানান, ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কামাল হোসেন স্যার যোগাদনের পর পরই এই পতিত জায়গায় আবাদযোগ্য ফল ফুল ও সবজি চাষের উদ্যোগ নেন। থানার আশপাশে হরেক রকম ফুলের মৌ মৌ গন্ধে বদলে গেছে পুরো থানা এলাকা। সবাই যার যার পতিত জমিটুকু পতিত না রেখে বিভিন্ন ধরনের ফল ফুল ও সবজি চাষে উদ্যোগে হয়ে নিমূল বাতাস উপভোগে আগ্রহী হতে আহবান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকা মডেল থানায় পরিবেশ সংরক্ষণে প্রশংসিত ওসি কামাল

আপডেট সময় ১২:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

ময়মনসিংহের ভালুকা মডেল থানার পরিবেশ সংরক্ষণে প্রশংসিত ওসি মোঃ কামাল হোসেন, এবং ইতি মধ্য এ নিয়ে প্রশংসার গুঞ্জন ছড়িয়েছে জনসাধারণের মুখে মুখে। সৎ চিন্তা আর প্রকৃতির প্রতি ভালবাসা থাকায় ওসি কামাল হোসেন এর উদ্ধিপনায় বদলে গেছে ভালুকা মডেল থানার পরিবেশ। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার পরিবেশগত দিকও বদলেছে।

এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানা চত্বরে বাহারি ফুল-ফল গাছ আর পতিত জমিতে সবজি ক্ষেত মিলে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্য। ভালুকা মডেল থানায় পতিত জমিটুকু পতিত থাকলেও এই থানার অফিসার ইনচার্জ হিসেবে যারা দায়িত্ব পালন করে গেছেন তারা এই পতিত জাগয়াটুকুকে কাজে লাগাতে পারেননি। দায়িত্ব পালনকালীন সময়ে কেহ কোন সময় ফুল ফল কিংবা সবজি চাষে উদ্যোগী হননি, রক্ষণাবেক্ষন কিংবা পরিচর্চার জন্য এগিয়ে আসেননি। কিন্তু বর্তমানে এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন যোগদানের পর থেকে এই পতিত জায়গার আমূল পরিবর্তন করেছেন। থানার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে শীতকালীন নানান ধরনের ফুল ফল ও সবজি চাষের সমারোহ। গাছে গাছে বিভিন্ন ধরনের ফুলের মৌ মৌ গন্ধে আর সবজি গাছে সবজি আসতে শুরু করায় পাল্টে গেছে থানার চারপাশের পরিবেশ।

কামাল হোসেন ব্যক্তি উদ্যোগে নিজের অর্থ ব্যয় করে পতিত জায়গায় টমেটো, লাল শাক, পালং শাক সহ হরেক রকমের সবজি চাষ করেছেন। বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের বাগানের পাশাপাশি হরেক রকমের সবজি চাষ করায় থানায় আসা দর্শনার্থী ও অভিযোগকারীরা জানান, থানায় ফুলের মৌ মৌ গন্ধ উপভোগ করেন যা পরিবেশের ভারসাম্য রক্ষা করছে বলে মনে করেন তারা। অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ঘোষনা দিয়েছেন কোথাও বাড়ির পাশে কিংবা বাড়ির আঙ্গিনায় এক ইঞ্চি জায়গা ও যেন খালি কিংবা পতিত না থাকে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের প্রতি আকৃষ্ট হয়ে এই মডেল থানায় যোগদানের পর পতিত জায়গাটুকুকে পতিত না রেখে আবাদের চেষ্টা করি। এই ফুল, ফল ও সবজি চাষের কারণে এখানকার পরিবেশের ভারসাম্য সুরক্ষার পাশাপাশি এই ফরমালিনমুক্ত সবজিগুলো নিজে এবং থানার সকল অফিসার ও সদস্যরা নিয়মিত খাচ্ছেন।

প্রতিদিন পেশাগত দায়িত্ব পালনের ফাকেঁ ফাকেঁ বাগানে সময় দেওয়া সহ পরিচর্চায় ব্যস্ত থাকি। এ ব্যাপারে (ওসি) তদন্ত জাহাঙ্গির আলম জানান, ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কামাল হোসেন স্যার যোগাদনের পর পরই এই পতিত জায়গায় আবাদযোগ্য ফল ফুল ও সবজি চাষের উদ্যোগ নেন। থানার আশপাশে হরেক রকম ফুলের মৌ মৌ গন্ধে বদলে গেছে পুরো থানা এলাকা। সবাই যার যার পতিত জমিটুকু পতিত না রেখে বিভিন্ন ধরনের ফল ফুল ও সবজি চাষে উদ্যোগে হয়ে নিমূল বাতাস উপভোগে আগ্রহী হতে আহবান জানান।