নারী সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক(দুর্বার নেটওয়ার্ক)এর সিলেট অঞ্চলের নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন’মেলা’ সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী নুরুন নাহার বেবী। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার সমতা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ফাতেমা বেগম। কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন সিলেট সদর জেলা প্রতিনিধি ফিমেল একাডেমীর আসিয়া খানম শিকদার।
দক্ষিণ সুরমা ও সিলেট প্রতিনিধি টিলাপাড়া পরিবার উন্নয়ন সংস্থার মোছাঃ হেলেনা বেগম। হবিগঞ্জ প্রতিনিধি,হবিগঞ্জ মহিলা সংস্হার নেত্রী অ্যাডভোকেট রোকসানা জামান চৌধুরী,মৌলভী বাজার প্রতিনিধি,বাড়াইক সংস্থা ইশার নির্বাহী পরিচালক প্রভা রানী, গ্রামীন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী জাকিয়া সুলতানা মনি,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
দূর্বার নেটওয়ার্কে সদস্য হয়ে কাজ করার সম্মতি প্রকাশ করেন,তৃনমূল নারী উদ্যেক্তা সোসাইটির সভাপতি ফৌজিয়ারা বেগম শাম্মি, অগ্রগামী নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ চম্পা বেগম,অনির্বান নারী সংগঠনের সভাপতি মোছাঃ চম্পা বেগম। দূর্বার নেটওয়ার্ক সিলেট অঞ্চলের সভাপতি নুরুন নাহার বেবী বলেন, মূলত সমাজের প্রগতিশীল সংস্কারকদের প্রয়াস থেকেই বাংলাদেশে নারী আন্দোলনের সূত্রপাত।
বাংলার নবজাগরণ প্রক্রিয়ার ধারাবাহিকতায় নারীদের মুক্তি ও অগ্রগতির শক্তিশালী আন্দোলন শুরু হয়েছে উনিশ শতকে। বাস্তব অর্থেই উনিশ শতকে নারী আন্দোলনের প্রয়োজনীয়তা ছিল নারীর সামাজিক মুক্তি ও আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে। বর্তমান প্রেক্ষাপটে নারীর অবস্থান অনেক সুদৃঢ় হলেও নতুন নতুন উদ্ভূত পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যর রূপও ভিন্নতর।
সেক্ষেত্রে নারী আন্দোলন প্রয়োজন নারীর অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য। নারী আন্দোলন তাই অপরিহার্যভাবেই একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা দূর্বার নেটওয়ার্ক নারীদের পক্ষে কাজ করে আসছি। আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় দূর্বার নেটওয়ার্কের সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও আন্তরিক অভিবাদন জানাই।